খালেদার চিকিৎসার জন্য গণভবন ঘেরাওয়ের হুমকি ছাত্রদল সম্পাদকের
বিএনপির হাইকমান্ড থেকে ঘোষণা এলে গণভবন ঘেরাও কর্মসূচির জন্যও ছাত্রদল প্রস্তুত বলে হুঁশিয়ারি দিয়েছেন সংগঠনটির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামল।
শ্যামল বলেছেন, ‘এ সরকার লুটেরা সরকার। সরকার আমাদের প্রিয় নেত্রীকে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে। যে কোনো কর্মসূচি পালনে আমরা সার্বিকভাবে প্রস্তুত আছি। শুধু ঘোষণার অপেক্ষায়।’
শনিবার (২০ নভেম্বর) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে গণঅনশন কর্মসূচিতে বক্তৃতাকালে তিনি এসব কথা বলেন। পূর্বঘোষণা অনুযায়ী খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে সুচিকিৎসার দাবিতে আজ রাজধানীসহ সারাদেশে এ গণঅনশন কর্মসূচি করছে বিএনপি।
ইকবাল হোসেন শ্যামল বলেন, ‘স্থায়ী কমিটির সদস্যদের বলতে চাই, আপনারা যে কোনো সময় একবার শুধু ঘোষণা দেন, জাতীয়তাবাদী ছাত্রদল প্রস্তুত আছে, গণভবন ঘেরাও করবো। দেশনেত্রীর মুক্তি ও দেশ বাঁচানোর এ আন্দোলনে আমরা সফল হবো ইনশাল্লাহ।’
দলের প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানীর সঞ্চালনায় গণঅনশনে অন্যদের মধ্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, ড. আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান, জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস, যুবদলের সভাপতি সাইফুল ইসলাম নীরব, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আবদুল কাদের ভূঁইয়া জুয়েল, যুবদলের সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, কৃষক দলের সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম বাবুল, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আব্দুস সালাম, উত্তর বিএনপির আহ্বায়ক আমানউল্লাহ আমান, ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আকরামুল হাসান মিন্টুসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নিয়েছেন।
সকাল ৯টায় শুরু হওয়া অনশন কর্মসূচি চলবে বিকেল ৪টা পর্যন্ত। এ কর্মসূচি থেকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নতুন কর্মসূচি ঘোষণা করবেন বলে দলীয় সূত্রে জানা গেছে।
কেএইচ/এএএইচ/এএসএম