বরিশালে জাটকা ইলিশসহ আটক ২

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি
প্রকাশিত: ০৭:১৮ এএম, ২৯ ডিসেম্বর ২০১৫
ফাইল ছবি

বরিশাল সদর উপজেলার চরমোনাই সংলগ্ন কীর্তনখোলা নদী থেকে নিষিদ্ধ বাধা জাল ও জাটকা ইলিশসহ দুই জেলেকে আটক করেছে নৌ-পুলিশ। এ সময় একটি নৌকা জব্দ করা হয়। মঙ্গলবার সকালে এ অভিযান চালানো হয়।

আটক জেলেরা হলেন, সদর উপজেলার চরমোনাই এলাকার আরিফ হোসেন ও মেহেন্দীগঞ্জের ভোলানাথ এলাকার খোকন মিয়া।

মৎস্য কর্মকর্তা (ইলশ) বিমল দাস বলেন, নিষিদ্ধ বাধা জাল পেতে জাটকা ও অনান্য পোনা মাছ নিধন করা হচ্ছে এমন খবর পেয়ে নৌ-পুলিশের সহায়তায় তারা অভিযান চালান। এ সময় দুই জেলেকে ২০ কেজি জাটকা ও কাচি মাছ এবং নৌকাসহ আটক করা হয়। আটক দুই জেলেকে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে নেয়া হয়েছে। মাছ দুস্থদের মধ্যে বিতরণ করা হয়েছে বলে জানান মৎস্য কর্মকর্তা ।

সাইফ আমীন/এসএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।