পৌর নির্বাচন অবাধ ও সুষ্ঠু করতে রওশন এরশাদের আহ্বান
পৌরসভা নির্বাচন সুষ্ঠু, অবাধ এবং নিরপেক্ষ করার জন্য নির্বাচন কমিশনকে আহ্বান জানিয়েছেন সংসদের বিরোধী দলীয় নেতা ও জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য রওশন এরশাদ। মঙ্গলবার সংসদের মিডিয়া সেন্টারে আয়োজিত এ সংবাদ সম্মেলনে তিনি এ আহ্বান জানান।
তিনি বলেন, আমরা আশা করছি আগামীকালের (বুধবার) নির্বাচন অবাধ এবং নিরপেক্ষ হবে। এবার নির্বাচন হচ্ছে দলীয় প্রতিকে, আর এজন্য অনেক সুবিধা হচ্ছে। সবার কাজ করার সুযোগ বেড়েছে এবং আরো বাড়বে। দুই বড় দলের সঙ্গে রাজনৈতিক মাঠে টিকে থাকতে হচ্ছে।
নির্বাচন যাই হোক না কেন নির্বাচন থেকে জাতীয় পার্টি সরে দাঁড়াবে না উল্লেখ করে রওশন এরশাদ বলেন, বর্তমানে দেশে গণতান্ত্রিক পরিবেশ বিরাজ করছে। অবাধ এবং নিরপেক্ষ নির্বাচনের জন্য এখন সুষ্ঠু পরিবেশ বিরাজ করছে।
দলের সাংগঠনিক অবস্থার কারণে তারা সব ক`টি পৌরসভায় প্রার্থী দিতে পারেনি। এছাড়া সরকারি দল থেকে জাতীয় প্রার্থীদের উপর হামলা কিংবা চাপ নেই বলেও জানান বিরোধী দলীয় এ নেতা।
‘১৫০ পৌরসাভায় প্রার্থী দিয়েছে কিন্তু সরকারি দলের লোকজনের চাপে অর্ধেক প্রার্থী বসে গিয়েছে’ দলের প্রতিষ্ঠাতা মুহাম্মদ এরশাদের এমন বক্তব্য সম্পর্কে তিনি বলেন, তিনি (এরশাদ) দলকে চাঙ্গা করার জন্য এসব কথা বলে থাকেন।
এরশাদ নির্বাচন কমিশনকে মেরুদন্ডহীন বলে যে অভিযোগ তুলেছেন তার জবাবে রওশন বলেন, এ নির্বাচন কমিশন স্বাধীন এবং নিরপেক্ষ, এরশাদের এমন কথা শুধুমাত্র দলকে চাঙ্গা করার জন্য।
‘নির্বাচন প্রহসনের হবে’ বলে যে অভিযোগ উঠেছে এমন প্রশ্নে জবাবে তিনি বলেন, নির্বাচন প্রহসনের হবে এটা বলা যাবে না। এটা একটা গণতান্ত্রিক প্রক্রিয়া।
রওশান এরশাদ বলেন, গণতন্ত্রকে সম্মান এবং প্রাতিষ্ঠানিক রুপ দেয়ার জন্য ৫ জানুয়ারির নির্বাচনে অংশ নিয়েছিলাম।
জাতীয় পার্টি নির্বাচনে অংশ নিয়েছিল বলেই আজ গণতন্ত্র প্রাতিষ্ঠানিক রূপ পেয়েছে। আমরা প্রমাণ করেছি জাতীয় পার্টি গনতন্ত্রের জন্য একটি রোল মডেল। আমারা বিরোধী দল হিসেবে সংসদে থাকার কারণে গঠনমূলক সমালোচনা করছি এবং এ জন্যই সরকার কাজ করতে পারছে।
তিনি আরো বলেন, মুক্তিযুদ্ধে শহীদের সংখ্যা একটি মিমাংশিত ইস্যু। এটা নিয়ে কোনো বির্তক থাকতে পারে না। এ বিষয় নিয়ে এখন কথা ওঠা ঠিক না।
মুক্তিযুদ্ধ এবং জাতির জনক বঙ্গবন্ধুকে সব ধরণের বির্তকের ঊর্ধ্বে রাখতে হবে বলেও জানান তিনি।
সংবাদ সম্মেলনে এ সময় উপস্থিত ছিলেন, কাজী ফিরোজ রশিদ, মশিউর রহমান রাঙ্গা, মজিবুল হক চুন্নু, তাজুল ইসলাম, ফখরুল ইমাম প্রমুখ।
এএম/আরএস/এমএস