ব্যাংকে চাকরির আবেদনে ফি না নেওয়ার নির্দেশ


প্রকাশিত: ০৫:৫৯ এএম, ২৯ ডিসেম্বর ২০১৫

তফসিলি বাণিজ্যিক ব্যাংকগুলোতে চাকরি আবেদনে কোনো প্রকার ফি না নেওয়ার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। মঙ্গলবার বাংলাদেশ ব্যাংক এক আদেশের মাধ্যমে বাণিজ্যিক ব্যাংকগুলোতে এ  নির্দেশ দেন। বাংলাদেশ ব্যাংকের সহকারী মুখপাত্র এএসএম আসাদুজ্জামান জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।

আদেশে বলা হয়, চাকুরির জন্য আবেদনে সঙ্গে ব্যাংক ড্রাফট, পে-অর্ডার হিসেবে কোন ধরনের ফি নেয়া যাবে না। এই প্রথা থেকে বিরত থাকতে আপনাদের নির্দেশ দেয়া হচ্ছে। বাণিজ্যিক ব্যাংকগুলোর প্রধান নির্বাহীদের ওই আদেশ পাঠানো হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের সহকারি মুখপাত্র এএফএম আসাদুজ্জামান টেলিফোনে জাগো নিউজকে বলেন, চাকুরি প্রার্থীদের জন্য এ  নির্দেশ দেয়া হয়েছে। বাংলাদেশ ব্যাংক মনে করছে, ফিসের কারণে অনেক যোগ্য প্রার্থী আবেদন করতে পারছেন না। আবার বিষয়টি বিড়ম্বনারও বটে। তাই এ আদেশ জারি করা হয়েছে।

এসএ/আরএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।