লক্ষ্মীপুর ও চট্টগ্রামে স্বেচ্ছাসেবক দলের ৮ ইউনিট কমিটি

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৯:৫২ এএম, ১৮ নভেম্বর ২০২১

বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল লক্ষ্মীপুর জেলার ছয়টি এবং চট্টগ্রাম উত্তর জেলার দুটি ইউনিট কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।

বুধবার (১৭ নভেম্বর) সংগঠনটি সহ-দপ্তর সম্পাদক আবদুল্লাহ আল মামুন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সঙ্গে চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক টিম, লক্ষ্মীপুর জেলা ও চট্টগ্রাম উত্তর জেলার নেতাদের যৌথ সভায় এ আটটি ইউনিট কমিটি অনুমোদনের সিদ্ধান্ত হয়। এর মধ্যে স্বেচ্ছাসেবক দল লক্ষ্মীপুর জেলার সভাপতি অ্যাড. মহসীন কবির স্বপন ও সাধারণ সম্পাদক হারুনুর রশীদ জেলার ৬টি ইউনিট কমিটি অনুমোদন দেন। এছাড়াও সিদ্ধান্ত মোতাবেক চট্টগ্রাম উত্তর জেলার সন্দ্বীপ উপজেলা ও পৌর কমিটি কেন্দ্রীয় দপ্তর থেকে অনুমোদন ও প্রকাশ করা হয়।

লক্ষ্মীপুর জেলার অনুমোদিত ইউনিট কমিটিসমূহ:
১. সদর পূর্ব উপজেলা : আহ্বায়ক মো. শামছুল আরেফিন (আরিফ সওদাগর), সদস্য সচিব মো: ইসমাইল হোসেন (সুমন), যুগ্ম আহবায়ক-১. মো: তারেকুর রহমান (রাসেল) ২. মো: মোস্তাফিজুর রহমান (মানিক) ৩. মো: শিপন ৪. মো: সুমন চৌধুরী ৫. মো: সাইফ উদ্দিন (নান্নু) ৬. মো: মোক্তার হোসেন ৭. রাকিব হোসেন ৮. নিয়াজ মাহমুদ ৯. আনোয়ার হোসেনসহ ৩১ সদস্যবিশিষ্ট কমিটি।

২. সদর পশ্চিম উপজেলা : আহ্বায়ক মো. জামাল হোসেন , সদস্য সচিব অ্যাড. আরাফাত হোসেন সুমন, যুগ্ম আহবায়ক-১. হুমায়ন কবির চৌধুরী ২. আব্দুর রহমান (৩নং দালাল বাজার) ৩. আজম চৌধুরী ৪. খালেদ মাহমুদ ৫. ফারুক হোসেন ৬. আবুল বাসার ৭. হাসানুজ্জামান হাসান ৮. জাহাঙ্গীর হোসেন ৯. মাসুদ আহাম্মেদসহ ৩১ সদস্য বিশিষ্ট কমিটি।

৩. লক্ষ্মীপুর পৌর : আহ্বায়ক তোফাজ্জল হোসেন রতন, সদস্য সচিব আরিফ মাহমুদ কাজল, যুগ্ম আহবায়ক-১. মাহমুদুর রহমান মঞ্জু ২. আলমগীর হোসেন ৩. মো: মহসিন ৪. মো: শাহিন উদ্দিন ৫. জুবায়ের হোসেন সুজন ৬. মো: সোহেল ৭. জামাল উদ্দিন ৮. মো: শাহিদুল ইসলাম শাহেদ ৯. আকবর হোসেন রিকুসহ ৩১ সদস্যবিশিষ্ট কমিটি।

৪. চন্দ্রগঞ্জ থানা : আহ্বায়ক মো. খোরশেদ আলম (অন্তর), সদস্য সচিব মো: মুশফিকুর রহমান (মিন্টু), যুগ্ম আহবায়ক-১. মোহাম্মদ উল্ল্যাহ (আজাদ) ২. এম এ হান্নান ৩. মো: মামুনুর রশিদ ৪. মো: মোল্লা মাসুদ ৫. ইঞ্জি: শাহাদাৎ হোসেন ৬. মো: সোলাইমান ৭. মো: জিল্লুর রহমান ৮. আব্দুর রহমান ৯. মো: বাবর হোসেন সহ ৩১ সদস্য বিশিষ্ট কমিটি।

৫. রায়পুর উপজেলা : আহ্বায়ক শাহরিয়ার ফয়সাল, সদস্য সচিব আরিফুর রহমান মিষ্টার, যুগ্ম আহবায়ক-১. আবুল কালাম শুভ চৌধুরী ২. জহির হোসেন ৩. আলী হোসেন ৪. ফারুক উদ্দিন বাবর ৫. সাইফুল ইসলাম ফিরোজ ৬. রুবেল রানা ৭. চৌধুরী রোকন ৮. বিল্লাল হোসেন ৯. মিলন পাঠানসহ ৩১ সদস্যবিশিষ্ট কমিটি।

৬.রায়পুর পৌর : আহ্বায়ক মাহিদুল ইসলাম রিপন মিয়াজি, সদস্য সচিব মাজহারুল ইসলাম বিপ্লব, যুগ্ম আহবায়ক-১. হিরন মিয়াজি ২. নাইম হোসেন ৩. আবুল খায়ের ৪. কাউছার আলম শাহীন ৫. রিপন পাটওয়ারী ৬. ইব্রাহিম মুসা ৭. রহিম পাটওয়ারী ৮. মাসুম বিল্লাহ ৯. জাহাঙ্গীর হোসেন সহ ৩১ সদস্যবিশিষ্ট কমিটি।

চট্টগ্রাম উত্তর জেলার অনুমোদিত ইউনিট কমিটিসমূহ:

১. সন্ধীপ উপজেলা : আহ্বায়ক মো: শফিউল আজম ভূইয়া সামু, সদস্য সচিব মো: শাহাদাত হোসেন, যুগ্ম আহবায়ক-১. মো: নজরুল ইসলাম ২. মো: মুছা কলিম উল্লা ৩. মো: দেলোয়ার হোসেন মন্টু ৪. মো: রেজাউল করিম রিয়াদ ৫. মো: আলমগীর ৬. মো: রবিউল জুয়েল ৭. মো: হামিদুর রহমান জাহাঙ্গীর ৮. মো: ফজলুর করিম ৯. মো: নজরুল ইসলাম খান রিংকুসহ ৩১ সদস্যবিশিষ্ট কমিটি।

২. সন্ধীপ পৌর : আহ্বায়ক মো: সাইফুদ্দিন কবির শিমুল, সদস্য সচিব মো: মাহফুজ, যুগ্ম আহবায়ক-১. মো: নুরুল আবছার ২. মোহাম্মদ শাহাবুদ্দিন ৩. মো: মোশাররফ হোসেন ৪. মোহাম্মদ মাসুম ৫. মো: আনোয়ার হোসেন ৬. মো: শাহাদাত হোসেন সুজন ৭. মো: তাফসীরুল আলম মামুন ৮. মো: দিলদার হোসেন ৯. মো: আনোয়ার হোসেন সহ ৩১ সদস্য বিশিষ্ট কমিটি।

ঘোষিত কমিটি সমূহকে আগামী ৩ মাসের মধ্যে অধীনস্থ সব ইউনিয়নের কমিটি করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।

কেএইচ/এমকেআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।