ঢাবি উপাচার্যের সঙ্গে চীনা প্রতিনিধি দলের সাক্ষাৎ
চীনের ইউনান ইউনিভার্সিটির ভাইস-প্রেসিডেন্ট অধ্যাপক ড. ঝাং লি-এর নেতৃত্বে পাঁচ সদস্য বিশিষ্ট একটি প্রতিনিধি দল ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিকের সঙ্গে সাক্ষাৎ করেছেন।
সোমবার উপাচার্যের কার্যালয়ে তারা এ সাক্ষাৎ করেন। প্রতিনিধি দলের অন্য সদস্যরা হলেন অধ্যাপক ড. ইয়াং উই, ঝাউ জুচুন, ডুয়ান কোয়াং এবং মা লি।
এসময় ঢাকা বিশ্ববিদ্যালয় আধুনিক ভাষা ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ইফফত আরা নাসরীন মজিদ উপস্থিত ছিলেন। সাক্ষাৎকালে তারা চীনের ইউনান ইউনিভার্সিটির সহযোগিতায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটি ‘কানফিউশাস ইনস্টিটিউট’ প্রতিষ্ঠার সম্ভাব্যতা নিয়ে আলোচনা করেন।
এছাড়া, উভয় বিশ্ববিদ্যালয়ের মধ্যে যৌথ শিক্ষা ও গবেষণা কার্যক্রম চালুর সম্ভাব্যতা নিয়ে আলোচনা করা হয়। প্রতিনিধি দলের সদস্যরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের তরুণ শিক্ষকদের জন্য চীনা ভাষা বিষয়ে প্রশিক্ষণ কর্মসূচী আয়োজনের ব্যাপারে গভীর আগ্রহ প্রকাশ করেন।
এমএইচ/এসকেডি/পিআর