শেখ ফজিলাতুন্নেসা মুজিব হাসপাতালে এনজিওগ্রাম চালু


প্রকাশিত: ০১:২৫ পিএম, ২৮ ডিসেম্বর ২০১৫

গাজীপুরের শেখ ফজিলাতুন্নেসা মুজিব মেমোরিয়াল কেপিজে বিশেষায়িত হাসপাতালে এনজিওগ্রাম ও এনজিওপ্লাস্টি সেবা চালু হয়েছে।

সোমবার সকালে অধ্যাপক ডা. আফজালুর রহমান হাসপাতালে প্রথম এনজিওগ্রাম করান। এদিন দুইজনের এনজিওগ্রাম এবং একজনের এনজিওপ্লাস্টি করানো হয়। সোমবার গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য কর্মকর্তা পরীক্ষিত চৌধুরী।

তিনি জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০১৩ সালের ১৮ নভেম্বর এই হাসপাতাল উদ্বোধন করেন। স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম হাসপাতালটিকে পূর্ণাঙ্গভাবে চালু করতে বেশ কয়েকবার তা পরিদর্শন করেন এবং মন্ত্রণালয় ও হাসপাতালে কয়েকটি বৈঠক করেন।

পরীক্ষিত আরো জানান, দেশের খ্যাতনামা বিশেষজ্ঞ চিকিৎসকদের সাথেও মতবিনিময় করে সেখানে বিশেষায়িত সেবা নিশ্চিত করতে তাদেরকে রোগী দেখার আহ্বান জানান স্বাস্থ্যমন্ত্রী। স্বাস্থ্যমন্ত্রীর আহ্বানে সাড়া দিয়ে বিশেষজ্ঞ চিকিৎসকগণ বর্তমানে এই হাসপাতালে রোগী দেখছেন। হাসপাতালে এখন সব ধরণের চিকিৎসা নিশ্চিত করা সম্ভব হয়েছে  বলে ও জানান তিনি।

এমইউ/এসকেডি/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।