চীনে বিতর্কিত সন্ত্রাসবিরোধী আইন অনুমোদন


প্রকাশিত: ১১:০৮ এএম, ২৮ ডিসেম্বর ২০১৫

চীনের আইনসভায় বিতর্কিত সন্ত্রাসবিরোধী আইনের অনুমোদন দেয়া হয়েছে। জঙ্গিবাদের হুমকির মুখে শক্তিশালী এ আইনের দাবি করা হলেও এটি নিয়ে সমালোচনা শুরু হয়েছে। রোববার দেশটির আইনসভায় ওই আইনের অনুমোদন দেয়া হয়েছে। খবর বিবিসির।
 
আইনে নতুন একটি সন্ত্রাসবিরোধী সংস্থা তৈরি করা হয়েছে। একই সঙ্গে চীনের নিরাপত্তা বাহিনীকে ব্যাপক ক্ষমতা দেয়া হয়েছে। ভিন্নমতাবলম্বী ও ধর্মীয় সংখ্যালঘুদের দমনে আইনটির প্রয়োগ হতে পারে বলে সমালোচকরা মন্তব্য করেছেন। তবে চীন সরকার বলছে, আইনটির মাধ্যমে ভিন্নমত দমন ও ইন্টারনেটে স্বাধীনতার ওপর হস্তক্ষেপ করা হবে না।

জিনজিয়াং প্রদেশে সংখ্যালঘু উইঘুর মুসলিম সম্প্রদায়ের লোকজনকে সহিংসতার জন্য বরাবর দায়ী করে আসছে চীন সরকার। এই অঞ্চলটিতে দীর্ঘদিন ধরে সহিংসতা চলে আসছে। এর আগে জাতিসংঘ চীনে উইঘুরদের মানবাধিকার লঙ্ঘন হচ্ছে বলে অভিযোগ করে।

এসআইএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।