মেঘনায় বালুবাহী বাল্কহেড ডুবিতে শ্রমিক নিখোঁজ


প্রকাশিত: ০২:৫৬ পিএম, ২৭ ডিসেম্বর ২০১৫

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মেঘনা নদীতে বালুবাহী বাল্কহেড ডুবির ঘটনায় শিপন মিয়া (৩০) নামে এক শ্রমিক নিখোঁজ রয়েছেন। রোববার দুপুর ২টায় ওই বাল্কহেড ডুবির ঘটনা ঘটে।

নিখোঁজ শিপন মিয়া গোপালগঞ্জ জেলার দুর্গাপুর এলাকার জোবেদ মিয়ার ছেলে। তিনি বাল্কহেডের এক শ্রমিক। তাকে উদ্ধারে বিকেল থেকে তল্লাশি অভিযান শুরু হয়েছে।

নৌ-পুলিশ ফাঁড়ি নারায়ণগঞ্জ জোনের পরিদর্শক শাহআলম জাগো নিউজকে জানান, মোহনপুর থেকে বালুবাহী বালুকণা নামের একটি বাল্কহেড চর কিশোরগঞ্জে যাচ্ছিলেন। এ সময় এমভি মাগফেরাত নামে অপর এক জাহাজ ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে ওই বাল্কহেডটি পানিতে তলিয়ে যায়। ওই ঘটনায় একজন শ্রমিক নিখোঁজ রয়েছে বলে দাবি করেছে অন্য সহকর্মীরা।
 
বাংলাদেশ কার্গো ট্রলার শ্রমিক ইউনিয়নের সহ-সভাপতি মাহমুদ হোসেন জাগো নিউজকে জানান, এক শ্রমিক নিখোঁজ রয়েছে। তাকে উদ্ধারে তল্লাশি চালানো হচ্ছে।

শাহাদাত হোসেন/এআরএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।