জাতীয় পার্টিতে ফিরলেন মসিউর
স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মসিউর রহমানকে জাতীয় পার্টির সভাপতিমণ্ডলীর সদস্য পদে পুনর্বহাল করা হয়েছে। মঙ্গলবার দুপুরে জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ মসিউরকে পুনর্বহাল করার নির্দেশ দেন।
এরশাদের রাজনৈতিক সচিব সুনীল শুভ রায় এক বিবৃতিতে এ খবর জানিয়েছেন।
১০ সেপ্টেম্বর জাতীয় পার্টির সভাপতিমণ্ডলীর সদস্যপদ থেকে তাজুল ইসলাম চৌধুরী ও মসিউর রহমানকে অব্যাহতি দেওয়া হয়। জাপার চেয়ারম্যান এইচ এম এরশাদ সম্পর্কে বিভিন্ন সংবাদমাধ্যমে অশালীন ও বিরূপ মন্তব্য করায় মসিউর রহমানের বিরুদ্ধে ওই শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়।
দলীয় সূত্রগুলো জানায়, মসিউর রহমান এরশাদের একক কোনো সিদ্ধান্ত না মানার ঘোষণা দেন। আর তাজুল ইসলাম জাপার তিন মন্ত্রীর পদত্যাগের আগে এরশাদকে প্রধানমন্ত্রীর বিশেষ দূতের পদ থেকে পদত্যাগ করার পরামর্শ দেন। মসিউর ও তাজুল রওশন এরশাদের নেতৃত্বে ৫ জানুয়ারির সংসদ নির্বাচনে অংশ নেন।
মসিউর রহমান স্থানীয় সরকার প্রতিমন্ত্রী ও তাজুল ইসলাম সংসদে বিরোধীদলীয় চিফ হুইপ।