ভোট চেয়ে খালেদার ‘ভিডিও বার্তা’


প্রকাশিত: ০৯:০৭ এএম, ২৭ ডিসেম্বর ২০১৫

আসন্ন পৌরসভা নির্বাচনে ধানের শীষে ভোট চেয়ে অনলাইনে ভিডিও বার্তা প্রকাশ করেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। অনলাইনে তার এ ভিডিও শনিবার রাত থেকেই দেখা যাচ্ছে। ২৬ সেকেন্ডের এই ভিডিও বার্তায় বিএনপি চেয়ারপারসনকে ভোটারদের কাছে ধানের শীষে ভোট চাইতে দেখা গেছে।

ভিডিও বার্তায় তার বক্তব্য হচ্ছে, ‘প্রিয় পৌরবাসী ভাই ও বোনেরা, দেশব্যাপী পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। সকলে ভোট কেন্দ্রে যাবেন, আপনার ভোটের অধিকার ও গণতন্ত্রের জন্য; শান্তি, নিরাপত্তা ও উন্নয়নের জন্য বিএনপির মনোনীত প্রার্থীকে ধানের শীষ মার্কায় ভোট দিয়ে বিজয়ী করুন।’

সংশ্লিষ্ট সূত্র থেকে জানা গেছে, খালেদা জিয়ার নামে ফেসবুকে পেজ খোলা হচ্ছে। সেখানেও এই ভিডিও বার্তাসহ নির্বাচনী প্রচারণাসহ বিএনপি চেয়ারপারসনের কার্যক্রম সেখান থেকে জানা যাবে।



এমএম/জেডএইচ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।