পৌর নির্বাচন আ.লীগের অস্তিত্বের লড়াই : ওসমান ফারুক


প্রকাশিত: ০৮:৪৬ পিএম, ২৬ ডিসেম্বর ২০১৫
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ও সাবেক শিক্ষামন্ত্রী ড. ওসমান ফারুক

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ও সাবেক শিক্ষামন্ত্রী ড. ওসমান ফারুক নেত্রকোনার কেন্দুয়া পৌরসভা নির্বাচনের প্রচারকালে বলেছেন, ‘পৌর নির্বাচন বিএনপির নয়, আওয়ামী লীগের অস্তিত্ব রক্ষার লড়াই। এ নির্বাচনের মাধ্যমে সরকারের পতন না হলেও বিদায় ঘণ্টা বাজবে।’

ড. ওসমান ফারুক বলেন, ‘বর্তমান সরকার স্বৈরশাসক আইয়ুব খান ও ১৯৭৫ সালের বাকশালকেও হার মানিয়েছে। স্বৈরাচারী ও ফ্যাসিস্ট এ সরকার সফলতার জন্য অনেক তকমাই নিচ্ছে। কিন্তু তকমা যদি পেতেই হয় তবে স্বৈরাচারিতার জন্যই পাওয়া উচিত ছিল।’

শনিবার রাত সাড়ে ৮টার দিকে কেন্দুয়া উপজেলা বিএনপি কার্যালয়ের সামনে পৌরসভা নির্বাচনে দলের নেতাকর্মীদের সকল কোন্দল ভুলে ধানের শীষ প্রতীককে জয়যুক্ত করার আহ্বান জানান।

উপজেলা বিএনপির সভাপতি ও কেন্দ্রীয় বিএনপির নেতা ড. রফিকুল ইসলাম হিলালীর সভাপতিত্বে ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন ভূইয়া দুলালের পরিচালনায় পথসভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপির সহ-ক্রীড়া সম্পাদক রায়হান আমিন রনি, তাড়াইল উপজেলা বিএনপির আহ্বায়ক গোলাম মোস্তফা, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ-সমাজকল্যাণ সম্পাদক এমডি মাসুম রাসেল, কেন্দুয়া পৌরসভার মেয়র প্রার্থী শফিকুল ইসলাম শফিক ও পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন আহমেদ খোকন।

এ সময় উপজেলা বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

কামাল হোসাইন/বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।