বুধবার এরশাদের কবর জিয়ারত করবেন শেরিফা কাদের

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৪:৫১ পিএম, ০২ নভেম্বর ২০২১

 

রংপুরে জাতীয় পার্টির (জাপা) প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের কবর জিয়ারত করবেন সদ্য শপথ নেওয়া জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য শেরিফা কাদের।

বুধবার (৩ নভেম্বর) রংপুর সফরে যাবেন তিনি। এরপর এরশাদের কবর জিয়ারত করবেন। মঙ্গলবার (২ নভেম্বর) জাপার জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, জাপা চেয়ারম্যান শেরিফা কাদের সকাল ৬টায় উত্তরার বাসভবন থেকে সড়কপথে রংপুরের উদ্দেশ্যে রওনা করবেন। দুপুর ২টায় রংপুরের পল্লীনিবাসে উপস্থিত হয়ে এরশাদের কবর জিয়ারত এবং ফাতেহা পাঠ করবেন।

এরপর জাতীয় সংসদ সদস্য হিসেবে এবং জাতীয় সাংস্কৃতিক পার্টির আহ্বায়ক হিসেবে পৃথকভাবে পুষ্পস্তবক অর্পণ করে এরশাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন। বিকেলে রংপুরে জাতীয় পার্টির বিভিন্ন স্তরের নেতাকর্মীর সঙ্গে মতবিনিময় করবেন শেরিফা কাদের।

এতে আরও জানানো হয়, বৃহস্পতিবার (৪ নভেম্বর) বিকেল ৩টায় সড়কপথে রংপুর থেকে লালমনিরহাটের উদ্দেশ্যে রওনা করবেন। ৭ নভেম্বর পর্যন্ত লালমনিরহাট জেলা জাতীয় পার্টি এবং অঙ্গ ও সহযোগী সংগঠন আয়োজিত বিভিন্ন অনুষ্ঠানে অংশ নেবেন শেরিফা কাদের।

আগামী সোমবার (৮ নভেম্বর) সকালে লালমনিরহাট বাসভবন থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা করার কথা রয়েছে তার।

এসএম/বিএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।