নির্বাচনে কারচুপি হলে জনগণ আর বসে থাকবে না


প্রকাশিত: ০২:১১ পিএম, ২৬ ডিসেম্বর ২০১৫

জাতীয় নির্বাচনের মতো যদি আওয়ামী লীগ পৌরসভা নির্বাচনে বিনা ভোটে জয় লাভ করতে চায় তাহলে দেশের জনগণ আর চুপ করে ঘরে বসে থাকবে না বলে মন্তব্য করেছেন খালেদা জিয়ার আইনজীবী ও দলের যুগ্ম মহাসচিব ব্যারিস্টার খন্দকার মাহাবুদ্দীন খোকন।

শনিবার বিকেলে সাভার পৌরসভায় বিএনপি সমর্থীত প্রার্থী বদিউজ্জামান বদির পক্ষে নির্বাচনী প্রচারণা চালানোর সময় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি।

নির্বাচন সুষ্ঠু হলে ৮০ শতাংশ পৌরসভায় বিএনপি বিজয়ী হবে উল্লেখ করে তিনি বলেন, স্থানীয় পর্যায়ে যে বিস্ফোরণের দানা বাধবে তাতে সরকার ক্ষমতায় টিকে থাকতে পারবে না।

তিনি অভিযোগ করে বলেন, ক্ষমতাসীন দলের মন্ত্রী-এমপিরা তাদের তাদের প্রার্থীকে বিজয়ী করতে মরিয়া হয়ে উঠেছে। তারা সরাসরি মাঠে না থাকলেও স্থানীয় পুলিশ প্রশাসন, উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ রিটার্নিং কর্মকর্তাদের ম্যানেজ করারও চেষ্টা চালাছে। অবিলম্বে তিনি নির্বাচন কমিশনকে সকল ধরনের পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।

নির্বাচনী প্রচারণায় তার সঙ্গে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ, সাবেক সংসদ সদস্য ফজলুল হক মিলন, ঢাকা জেলা বিএনপির সভাপতি আব্দুল মান্নানসহ স্থানীয় নেতাকর্মীরা।

আল-মামুন/এসকেডি/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।