বর্তমান সরকার ইতিহাসের সবচেয়ে দুর্বল সরকার: গয়েশ্বর

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৩:২৫ পিএম, ৩১ অক্টোবর ২০২১

বর্তমান আওয়ামী লীগ সরকারকে ইতিহাসের সবচেয়ে দুর্বল সরকার আখ্যা দিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, শেখ হাসিনা শক্তিশালী নন। শক্তিশালী হলে নানা ধরনের ইস্যু তৈরি করে মানুষের দৃষ্টিকে ভিন্নদিকে নেওয়ার চেষ্টা চালাতেন না। বাংলাদেশে শেখ হাসিনার সরকারের মতো দুর্বল সরকার কখনোই আসেনি।

রোববার (৩১ অক্টোবর) বেলা ১১টায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে নারী অধিকার ফোরাম আয়োজিত গোলটেবিল বৈঠকে তিনি একথা বলেন।

দুর্গাপূজা ঘিরে দেশের বিভিন্ন অঞ্চলে হামলার প্রসঙ্গ টেনে গয়েশ্বর চন্দ্র রায় বলেন, এ হামলা কোনো সাম্প্রদায়িক হামলা নয়। এটা রাজনৈতিক হামলা। এটাকে ‘সাম্প্রদায়িক’ বলে চালানোর চেষ্টা করা হচ্ছে।

তিনি বলেন, সরকার বলে, তারা তদন্ত কমিটি গঠন করেছে। আসলে এ তদন্তের কিছুই হবে না। কোনো বিচারও হবে না। যে ওসি কোরআন পেলেন, তাকে কেন জিজ্ঞাসাবাদ করা হলো না।

গয়েশ্বর আরও বলেন, আমাদের সবকিছু বাদ দিয়ে একদিকে মনোনিবেশ করা উচিত। সেটা হলো শেখ হাসিনার পতন। কারণ, বর্তমান সরকারের পতন না হলে কোনো সমস্যারই সমাধান হবে না। আমাদের হাতে আর সময় নেই।

কালক্ষেপণ না করে রাজপথে নামতে দলের নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানান তিনি।

বৈঠকে নারী ও শিশু অধিকার ফোরামের আহ্বায়ক বেগম সেলিমা রহমানের সভাপতিত্বে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ অন্যান্য কেন্দ্রীয় নেতারা ও দেশের বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক ও পেশাজীবী ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

এমআইএস/এমকেআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।