পিএসসির কর্মকর্তাকে আটকে রেখেছে পরীক্ষার্থীরা


প্রকাশিত: ০৭:২৪ এএম, ২৬ ডিসেম্বর ২০১৫

মোবাইল নিয়ে ফেরত না দেওয়ায় রাজধানীর মিরপুর স্কুল অ্যান্ড কলেজের (বালিকা শাখায়) একটি সেন্টারে  পিএসসির এক কর্মকর্তাকে আটকে রেখেছে নন ক্যাডার পরীক্ষার্থীরা। শনিবার বেলা ১২টার দিকে এ ঘটনা ঘটে।

জানা যায়, রাজধানীতে এক যোগে সকাল ১০টায় উপজেলা আনসার ও ভিডিপি অফিসার পদে থেকে এ পরীক্ষা শুরু হয়। শেষ হয় বেলা ১১টায়। পরীক্ষা শুরু হওয়ার আগে পরীক্ষার্থীদের মোবাইল ফোনে রেখে হলে প্রবেশ করতে বলা হয়। পরে বিদ্যালয়ের এক পিয়ন সেগুলো বস্তা ভরে নিয়ে যান। পরীক্ষা শেষে মোবাইল ফোন ফেরত না দেয়ায় পিএসসি সহকারী পরিচালক রফিকুল ইসলামকে বিদ্যালয়ের সহকারী শিক্ষকের রুমে আটকে রাখেন। রফিকুল ইসলাম ওই বিদ্যালয়ের দায়িত্বে ছিলেন।

পল্লবী থানার ওসি দাদন ফকির আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ঘটনাটি আমি শুনেছি। বিষয়টি পিএসসি ও স্কুল কর্তৃপক্ষের ব্যাপার। আমরা বিষয়টি দেখছি।

জেইউ/জেডএইচ/এআরএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।