সম্প্রীতির বাংলাদেশকে অপমান করা হয়েছে: গয়েশ্বর

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৩:৪৯ পিএম, ২৬ অক্টোবর ২০২১

সাম্প্রদায়িক সম্প্রীতির বাংলাদেশকে পৃথিবীর সামনে অপমান করা হয়েছে। আর গণতান্ত্রিক আন্দোলনকে ভিন্নখাতে নিতে বিএনপি নেতাকর্মীদের নামে মিথ্যা মামলা দিচ্ছে।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় এ মন্তব্য করেছেন।

মঙ্গলবার (২৬ অক্টোবর) সকালে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পিকআপ ভ্যানে তৈরি অস্থায়ী মঞ্চে তিনি এ কথা বলেন।

সারাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের প্রতিবাদে বিএনপির পক্ষ থেকে মিছিলের কর্মসূচি ঘোষণা করা হয়। এ সময় তিনি এ কথা বলেন।

গয়েশ্বর বলেন, সারাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে সরকার সিরিজ হামলা চালিয়েছে। আজকের সমাবেশে আটক নেতাকর্মীদের সন্ধ্যার মধ্যে মুক্তি না দিলে লড়াইটা জনগণের সঙ্গে পুলিশের হবে। আমি বলবো পুলিশের দায়িত্ব পুলিশ পালন করবে। আপনাদের সঙ্গে আমাদের কোনো সংঘাত নাই, পায়ে পা দিয়ে সংঘাত করবেন না।

বিএনপির এই নেতা বলেন, খালেদা জিয়ার একটা অপারেশন হয়েছে। দেশে উনার চিকিৎসা হচ্ছে না। অথচ শেখ হাসিনা তাকে বিদেশে চিকিৎসার সুযোগ দিচ্ছে না।

নেতাকর্মীদের প্রতি রাজপথে আন্দোলনের জন্য প্রস্তুত থাকতে আহ্বান জানিয়ে তিনি বলেন, সময় সুযোগ পাবেন না। আপনারা প্রস্তুত থাকুন। যে কোনো সময় আন্দোলনের ডাক আসবে। আজকের মতো সবাইকে ঝাঁপিয়ে পড়তে হবে।

এ সময় অন্যদের মধ্যে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, আমির খসরু মাহমুদ চৌধুরী, ভাইস চেয়ারম্যান নিতাই রায় চৌধুরী, অ্যাডভোকেট আহমেদ আযম খান, উপদেষ্টা পরিষদের সদস্য আমানউল্লাহ আমান, আব্দুস সালাম, জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, যুবদল সভাপতি সাইফুল আলম নীরব, কৃষক দল সভাপতি হাসান জাফির তুহিন, সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য সচিব রফিকুল আলম মজনু, যুবদলের সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, শ্রমিক দলের সভাপতি মো. আনোয়ার হোসেন, মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস, স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত সভাপতি মোস্তাফিজুর রহমান, সাধারণ সম্পাদক আব্দুল কাদির ভূইয়া জুয়েল, ছাত্রদলের সভাপতি ফজলুর রহমান খোকন, সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামল প্রমুখ উপস্থিত ছিলেন।

কেএইচ/এমএইচআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।