খালেদা পাকিস্তানের এজেন্ট : হানিফ

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০২:২৭ পিএম, ২৪ ডিসেম্বর ২০১৫
ফাইল ছবি

আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ এমপি বলেছেন, ‘মুক্তিযুদ্ধের শহীদদের সংখ্যা নিয়ে বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়া পাকিস্তানের সুরে কথা বলছেন। পাকিস্তান যেভাবে মুক্তিযুদ্ধের শহীদদের সংখ্যা সঠিক নয় বলছে। তেমনি খালেদা জিয়াও বলছে শহীদের সংখ্যা সঠিক নয়, এটা নিয়ে বির্তক রয়েছে। মূলত বেগম জিয়া বাংলাদেশে পাকিস্তানের এজেন্ট হিসেবে কাজ করছেন। তাই এ ধরনের বিভ্রান্তি এবং মিথ্যাচার করে জাতিকে বিভাজিত করার চেষ্টা করা হচ্ছে।’

বৃহস্পতিবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাকের ৪র্থ মৃত্যুবার্ষিকী উপলক্ষে এ আলোচনা সভার আয়োজন করে আব্দুর রাজ্জাক স্মৃতি সংসদ।

তিনি বলেন, ‘আজকে বেগম খালেদা জিয়া যেভাবে মুক্তিযুদ্ধ নিয়ে কটাক্ষ করছেন। ৩০ লক্ষ শহীদদের সংখ্যা নিয়ে তিনি কটাক্ষ করেছেন। যেটা পাকিস্তানিদের কথা। পাকিস্তানিদের সুরে সুর মিলিয়ে তাদের কথাকে জাস্টিফাই করার জন্য তিনি বলছেন মুক্তিযুদ্ধের শহীদদের সংখ্যাটি সঠিক নয়। এটা নিয়ে বিতর্ক রয়েছে।’

হানিফ বলেন, এটার উদ্দেশ্য হচ্ছে- বাংলাদেশের ইতিহাসকে বিকৃত করা, বাংলাদেশের মানুষকে বিভ্রান্ত করা, মুক্তিযুদ্ধের চেতনাকে ধ্বংস করার মধ্য দিয়ে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে হুমকির মুখে ঠেলে দেয়ার এক ষড়যন্ত্রে লিপ্ত আছে খালেদা এবং তার দোষর পাকিস্তান।

দেশে গণতন্ত্র আছে উল্লেখ করে আওয়ামী লীগের এ নেতা বলেন, ‘বিএনপি বলে বাংলাদেশে গণতন্ত্র নেই, এদেশে শান্তিপূর্ণভাবে বসবাসের করার কোন উপায় নেই। বেগম খালেদা জিয়া মুক্তিযুদ্ধের শহীদদের নিয়ে যে কটাক্ষ করার পরও যে বাংলাদেশের মানুষের হাত গুটিয়ে বসে আছে। এটাই গণতন্ত্রের সবচেয়ে বড় উদাহরণ। নতুবা এমন উক্তি করার পর দেশে গণতন্ত্র না থাকলে বেগম খালেদা জিয়াসহ বিএনপির কোনো নেতা-কর্মীর ঘর থেকে বের হওয়ার সুযোগ ছিল না।’

আব্দুর রাজ্জাক স্মৃতি সংসদের সভাপতি অধ্যাপক ড. আব্দুল মান্নানের সভাপতিত্বে এসময় আরো বক্তব্য রাখেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদ্যস্য ও বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম, তথ্যমন্ত্রী হাসানুল হক ইন, আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদ্যস্য সুরঞ্জিত সেন গুপ্ত প্রমুখ।

এমএইচ/এসএইচএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।