যশোরে বিএনপির মেয়র প্রার্থীর উপর হামলা


প্রকাশিত: ০৫:৫১ এএম, ২৪ ডিসেম্বর ২০১৫

যশোর পৌরসভায় নির্বাচনী প্রচারণা চলাকালীন বিএনপি সমর্থিত প্রার্থী মারুফুল ইসলাম ও তার লোকজনের উপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় আহত হয়েছেন ৪ জন। বৃহস্পতিবার সকালে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন- জেলা বিএনপির নেতা রুহুল আমিন, যুবদল নেতা উজ্জ্বল, মনি ও বিটুল। তাদের একটি বেসরকারি ক্লিনিক ও যশোর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বিএনপি সমর্থিত প্রার্থী মারুফুল ইসলাম অভিযোগ করে বলেন, সকালে শহরের মিশন পাড়া এলাকায় তিনি ও তার লোকজন নির্বাচনী প্রচারণা চালাচ্ছিলেন। এ সময় ২০/৩০ জন সন্ত্রাসী ধারালো অস্ত্রশস্ত্র নিয়ে তাদের ওপর হামলা চালায়। তারা দৌঁড়ে পাশের একটি বাড়িতে আশ্রয় নিলে সেখানে হামলা চালিয়ে ভাঙচুর করে সন্ত্রাসীরা। এ সময় অন্তত চারজন আহত হয়।

মারুফুল ইসলাম দাবি করেন, নৌকা প্রতীকের সমর্থক চিহ্নিত এসব সন্ত্রাসীরা তাকে হত্যার উদ্দেশেই এ হামলা চালায়।

যশোর কোতোয়ালি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিকদার আককাস আলী বলেন, বিএনপি সমর্থিত প্রার্থী ও তার লোকজন ধানের শীষ প্রতীকের পক্ষে প্রচারণা চালাতে গেলে দুষ্কৃতিকারীরা তাদের ধাওয়া করে। এ সময় তারা পাশের একটি বাড়িতে আশ্রয় নেয়। খবর পেয়ে পুলিশের একটি দল সেখানে গেলে প্রার্থী ও তার লোকজন সেখান থেকে নিরাপদে বেরিয়ে যান। কেউ আহত হয়েছে কিনা সে ব্যাপারে পুলিশ কিছু জানে না বলে জানান ওসি।

মিলন রহমান/এসএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।