প্রকৃচি’র বিক্ষোভ মিছিলে বাধা
সরকারি কর্মকর্তা-কর্মচারীদের টাইম স্কেল ও সিলেকশন গ্রেড বহাল রাখাসহ ৫ দফা দাবিতে বিক্ষোভ মিছিল করেছে প্রকৃচি-বিসিএস সমন্বয় কমিটি এর সদস্যরা।
বৃহস্পতিবার সকালে খামার বাড়ি কৃষি ইন্সটিটিউট থেকে বিক্ষোভ মিছিল বের করলে সার্ক এগ্রিকালচারাল সেন্টারের সামনের প্রধান সড়কে পুলিশের বাধার মুখে পড়েন প্রকৃচি-বিসিএস এর সদস্যরা।
ডিএমপি’র তেজগাঁও বিভাগের এডিসি ওয়াহেদুল ইসলামের নেতৃত্বে তেজগাঁও থানা পুলিশ তাদের সামনে বেড়িগেট দিয়ে দাঁড়িয়ে যান। পরে প্রকৃচি-বিসিএস সমন্বয় কমিটি’র সদস্যরা রাস্তায় অবস্থান নেন। সেখানেই বিক্ষোভ প্রদর্শন ও মিছিল করতে থাকেন। রাস্তা ব্লক করে বিক্ষোভ প্রদর্শন করায় ওই সড়কে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। তাদের কর্মসূচির কারণে পৌনে এক ঘণ্টাব্যাপি যানজটের সৃষ্টি হয়।
পরে প্রধানমন্ত্রীর দফতরে লিখিত স্মারকলিপি নিয়ে যান প্রকৃচি-বিসিএস সমন্বয়র কমিটির ৬ প্রতিনিধি।
জেইউ/এআরএস/আরআইপি