এরশাদ- স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যে আতঙ্কিত বিএনপি : দুদু


প্রকাশিত: ০১:২২ পিএম, ২৩ ডিসেম্বর ২০১৫

"সকাল ৯টার মধ্যেই পৌর নির্বাচন শেষ হয়ে যাবে" প্রধানমন্ত্রীর বিশেষ দূত হুসেইন মুহম্মদ এরশাদের এমন বক্তব্যে বিএনপি আতঙ্কিত বলে জানিয়েছেন দলের চেয়ারপারসনের উপদেস্টা শামসুজ্জামান দুদু। একইসঙ্গে "সিটি নির্বাচনের মতোই পৌর নির্বাচন হবে" স্বরাষ্ট্রমন্ত্রীর এমন বক্তব্যে আশংকা প্রকাশ করেছে বিএনপি।

বুধবার সন্ধ্যা সাড়ে ৬টায় পৌর নির্বাচনে বিএনপির দলীয় প্রার্থীদের প্রচারণায় হামলা-ভাঙচুরসহ সার্বিক পরিস্থিতি নিয়ে ডাকা সংবাদ সম্মেলন  তিনি এ আতঙ্কের কথা জানান।

দুদু বলেন, আসন্ন পৌর নির্বাচনের ভোট সকাল ৯টার মধ্যে শেষ হওয়ার যে আশঙ্কা এরশাদ করেছেন তা প্রধানমন্ত্রী শেখ হাসিনার বার্তা কিনা তা জানতে চায় বিএনপি। যেহেতু এরশাদ প্রধানমন্ত্রীর বিশেষ দূত তাই প্রধানমন্ত্রীর কার্যালয় যেন বিষয়টি পরিস্কার করেন।

সংবাদ সম্মেলনে দেশের বিভিন্নস্থানে বিএনপি সমর্থিত প্রার্থীদেরকে এখনো নানাভাবে হয়রানি করা হচ্ছে বলে অভিযোগ করেন তিনি।

এমএম/এএইচ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।