দিন আরও আছে : হাফিজ উদ্দিন


প্রকাশিত: ০১:১৮ পিএম, ২৩ ডিসেম্বর ২০১৫

পৌর নির্বাচনে বিএনপি প্রার্থীদের হয়রানির বিষয়ে সরকারকে হুঁশিয়ারি উচ্চারণ করে বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর (অব) হাফিজ উদ্দিন আহমদ বলেছেন, এই দিন দিন নয় আরো দিন আছে।

বুধবার সন্ধ্যায় জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল আয়োজিত বিজয় দিবসের আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

মেজর হাফিজ বলেন, বর্তমান নির্বাচন একটি মেরুদণ্ডহীন প্রতিষ্ঠান। এরা সরকারের নির্বাহী বিভাগের কাছে অসহায়। আর সরকারি সন্ত্রাসীদের ভয়ে জনগণ ভোট কেন্দ্রে যাওয়ার কথা চিন্তা করলেই শিউরে উঠে ।

আওয়ামী লীগের সমালোচনা করে তিনি বলেন, যারা এখন মুক্তিযুদ্ধের ধারক-বাহক তারা স্বাধীনতা যুদ্ধের সময় কোথায় ছিল? তারা তো কিছু হারায়নি। তারা তো কোন বিপ্লবী দল না। পাকিস্তানের বিরুদ্ধে বিদ্রহ করেও তারা স্বাধীনতা আনেনি। দেশের স্বাধীনতা কোন দলের নয়। এ স্বাধীনতা সাধারণ মানুষের।

নির্বাচন সুষ্ঠুভাবে পরিচালনা করতে হলে প্রতিটি জেলায় সেনাবহিনী মোতায়ন করার জন্য পুনরায় আহ্বান জানান তিনি। পাশাপাশি আশঙ্কা প্রকাশ করে বলেন, নির্বাচনে সেনাবাহিনী মোতায়ন করা না হলে জনগণ ভোট কেন্দ্রে যেতে পারবে না।

আয়োজক সংগঠনের সভাপতি নূরী আরা সাফার সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য দেন, সাবেক সংসদ সদস্য রাশেদা বেগম হিরা, সংগঠনের সহ-সভাপতি নূর জাহান মাহবুব, সাধারণ সম্পাদক শিরিন সুলতানা, যুগ্ম সাধারণ সম্পাদক বিলকিস ইসলাম প্রমুখ।

এমএম/এসকেডি/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।