রামগতির জাপার মেয়র প্রার্থী জামিনে মুক্ত


প্রকাশিত: ১০:৩০ এএম, ২৩ ডিসেম্বর ২০১৫

সংঘর্ষ ও অগ্নিসংযোগের মামলায় লক্ষ্মীপুরের রামগতি পৌরসভার জাতীয় পার্টি (জাপা) মনোনীত মেয়র প্রার্থী আজাদ উদ্দিন চৌধুরী জামিনে মুক্তি পেয়েছেন। বুধবার দুপুরে লক্ষ্মীপুর জেলা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মনির হোসাইন তার জামিন মঞ্জুর করেন। একই মামলায় জামিন পেয়েছেন রামগতি উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু নাছের।

অ্যাডভোকেট রহমত উল্লাহ বিপ্লব জানান, ওই দুই জন ২০১৩ সালের ডিসেম্বরে সংঘটিত একটি অগ্নিসংযোগ ও সংঘর্ষের ঘটনায় দায়ের করা মামলার আসামি। রোববার ২০ ডিসেম্বর দুপুরে তারা আদালতে গিয়ে ওই মামলায় জামিন আবেদন করেন। এ সময় আদালত জামিন না নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

কাজল কায়েস/এসএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।