ভারতের জাতীয় সংগীত সংশোধনের দাবি


প্রকাশিত: ০৯:৩১ এএম, ২৩ ডিসেম্বর ২০১৫

বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের রচিত ভারতের জাতীয় সংগীত সংশোধনের আহ্বান জানিয়েছেন দেশটির বিজেপি নেতা সুব্রামানিয়াম স্বামী। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে লেখা এক চিঠিতে এ আহ্বান জানিয়েছেন তামিলনাড়ুর রাজনীতিবিদ সুব্রামানিয়াম।

চিঠিতে ভারতের জাতীয় সংগীতের সুর ঠিক রেখে শব্দ পরিবর্তনের প্রস্তাব করেছেন সুব্রামানিয়াম। এতে নেতাজি সুভাষ চন্দ্র বসুর লেখা জাতীয় সংগীতের শব্দ গ্রহণের পরামর্শ দিয়েছেন তিনি। চিঠিতে বলা হয়েছে, রবীন্দ্রনাথের সংগীতে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে তৎকালীন ব্রিটিশ রাজার প্রশংসা করা হয়েছে। এ সব শব্দ পরিবর্তন করে সংস্কৃত শব্দ গ্রহণ করতে হবে।

ব্রিটিশ রাজাকে স্বাগত জানিয়ে ১৯১২ সালে কংগ্রেসের কলকাতা অধিবেশনে জন-গণ-মন অধিনায়ক গাওয়া হয়েছিল বলে এ চিঠিতে উল্লেখ করা হয়। সুব্রামানিয়াম বলেছেন, জাতীয় সংগীত গ্রহণ করা নিয়ে বিতর্কের সময় সাংবিধানিক পরিষদের সদস্যদের অনেকেই এর বিরোধিতা করেছিলেন।

এসআইএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।