রূপগঞ্জে বাজারে অগ্নিকাণ্ড : ২০টি দোকান পুড়ে ছাই

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি
প্রকাশিত: ০৭:৫২ পিএম, ২২ ডিসেম্বর ২০১৫

নারায়ণগঞ্জের রূপগঞ্জে একটি বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ২০টি দোকানসহ মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। মঙ্গলবার রাত ৯টার দিকে উপজেলার তারাব পৌরসভার আড়িয়াবো এলাকায় এ আগুনের সূত্রপাত ঘটে। ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট প্রায় ২ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন।

এদিকে, আগুনের কারণে ঢাকা-সিলেট মহাসড়কের উভয় দিকে প্রায় ২ ঘণ্টা যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। এতে ভোগান্তির শিকার হন যাত্রীরা।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাত ৯টার দিকে আড়িয়াবো বাজারের পারভেজ মিয়ার মালিকানাধীন তুলার গুদাম থেকে থেকে হঠাৎ করে আগুন লেগে যায়। এসময় আগুনের লেলিহান শিখা পুরো বাজারে ছড়িয়ে পড়ে। এক পর্যায়ে বাজারের দোকানদারসহ আশপাশের লোকজন ছোটাছুটি করতে শুরু করেন। আগুনের লেলিহান শিখা প্রায় ৪০ থেকে ৫০ ফুট উঁচুতে উঠে যায়। আগুন পার্শবর্তী বিদ্যুতের তারে ছড়িয়ে পড়ে। তাৎক্ষণিকভাবে বিদ্যুৎ কর্তৃপক্ষ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেন। এসময় আশ্রয় হিসেবে ঢাকা-সিলেট মহাসড়কে অবস্থান নেন লোকজন। ক্ষতিগ্রস্থ দোকানঘর থেকে মালামাল সরিয়ে মহাসড়কের উপর রাখা হয়। এতে মহাসড়কের উভয় দিকের যানবাহন চলাচল বন্ধ হয়ে যায় এবং পুরো এলাকায় আগুন আতঙ্ক ছড়িয়ে পড়ে। তাৎক্ষণিকভাবে ওই বাজারের দোকান থেকে লোকজন বেরিয়ে পড়ায় হতাহতের ঘটনা ঘটেনি।

খবর পেয়ে ডেমরা ও কাঞ্চন ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট মহাসড়কে অবস্থান নিয়ে প্রায় ২ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। ততক্ষণে বাজারের হারুন মিয়ার আরএফএল-এর দোকান, পারভেজ মিয়ার তুলার গুদাম, আবু তাহেরের ফার্নিচারের দোকান, মোক্তার হোসেনের মুদিমনোহরী দোকান, গোলাম হোসেনের মাংশের দোকান, আলী হোসেনের লন্ড্রি ও সেলুন, আউয়াল মিয়ার টেইলার্সের দোকান, সিরাজ মিয়ার হোটেল, রাজু মিয়ার মোবাইলের দোকানসহ প্রায় ২০টি দোকানসহ মালামাল পুড়ে যায়।

এদিকে, দীর্ঘ ২ ঘণ্টা ঢাকা-সিলেট মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ থাকায় সড়কের উভয় দিকে প্রায় ১০ থেকে ১২ কিলোমিটার এলাকাজুড়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। যানজটে আটকা পড়ে ভোগান্তির শিকার হয়েছেন যাত্রীরা।

রাত সোয়া ১১টার দিকে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে এবং থেমে থেমে ঢাকা-সিলেট মহাসড়কে যানবাহন চলাচল করতে শুরু করে।

মীর আব্দুল আলীম/একে

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।