শিক্ষক নিয়োগ নীতিমালা চূড়ান্ত করতে কর্মশালা বুধবার


প্রকাশিত: ০১:২৩ পিএম, ২২ ডিসেম্বর ২০১৫

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগে নীতিমালা চূড়ান্ত করতে কর্মশালার আয়োজন করেছে শিক্ষামন্ত্রণালয়। বুধবার রাজধানীর ইঞ্জিনিয়ার ইনস্টিটিউট মিলনায়তনে এ কর্মশালা অনুষ্ঠিত হবে। কর্মশালায় শিক্ষাবিদসহ শিক্ষাসংশ্লিষ্টদের আমান্ত্রণ জানানো হয়েছে। শিক্ষামন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগে দুর্নীতি রোধ করতে শিক্ষক নিয়োগ নীতিমালা সংশোধনের উদ্দ্যোগ নেয়। এজন্য গত ২২ শে অক্টোবর থেকে শিক্ষক নিয়োগ বন্ধে এসআরও জারি করে শিক্ষামন্ত্রণালয়। গত ১১ নভেম্বর শিক্ষামন্ত্রণালয় বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগ বন্ধ রাখার পরিপত্র জারি করে।

পরিপত্রে বলা হয়েছে, সরকার এস আর ও নং-৩০৯ আইন/২০১৫, ২১ অক্টোবর ২০১৫ এর মাধ্যমে বেসরকারি শিক্ষক নিবন্ধন প্রত্যয়ন কর্তৃপক্ষ আইন ২০০৫ ( ২০০৫ সালের ১নং আইন) এর ২১ নম্বর ধারার প্রদত্ত ক্ষমতা বলে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন বিধিমালা ২০০৬ অধিকতর সংশোধন করেছে।

এ প্রেক্ষিতে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়োগ কার্যক্রমে কিছু পদ্ধতিগত পরিবর্তন প্রয়োজন। পরিবর্তিত পদ্ধতি বিষয়ে শিক্ষামন্ত্রণালয় হতে শীগগিরই একটি পরিপত্র জারি করা হবে। পরিপত্র জারি না হওয়া পর্যন্ত সকল বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগ বন্ধ থাকবে।

নতুন নীতিমালা ঠিক করতে এ কর্মশালার আয়োজন করা হয়েছে। কারণ গত ১২টি নিবন্ধন পরীক্ষায় যারা উত্তীর্ণ হয়েছে তাদের কোন প্রক্রিয়ায় নিয়োগ দেয়া হবে। নাকি তাদের বাদ দিয়ে নতুন নিয়মে নিয়োগ দেয়া হবে। এসব নিয়ে আইনি জটিলতা রয়েছে।

এদিকে, শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, বেসরকারি শিক্ষক নিয়োগের পদ্ধতি বাতলাতে দেশের শিক্ষাবিদ ও প্রবীণ অধ্যাপক, ম্যানেজিং কমিটির সদস্যসহ শিক্ষাসংশ্লিষ্ট সকলের সঙ্গে মতবিনিময় করার জন্য কর্মশালার আয়োজন করা হয়েছে।

এনএম/এসকেডি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।