প্রাণের ‘এএমসিএল’র ৩২ শতাংশ লভ্যাংশ ঘোষণা


প্রকাশিত: ০৭:৪১ এএম, ২২ ডিসেম্বর ২০১৫

শেয়ারধারীদের জন্য ৩২ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে প্রাণ-আরএফএল গ্রুপের সহযোগী কোম্পানি অ্যাগ্রিকালচার মার্কেটিং কোম্পানি লিমিটেড (এএমসিএল)। ২০১৪-১৫ অর্থ বছরের জন্য এই লভ্যাংশ ঘোষণা করেছে কোম্পানিটি।  

মঙ্গলবার রাজধানীর ট্রাস্ট মিলনায়তনে কোম্পানির বার্ষিক সাধারণ সভায় (এজিএম) এ লভ্যাংশ ঘোষণা করা হয়। এটি ছিল কোম্পানির ৩০তম এজিএম।

সভায় আর্থিক প্রতিবেদনে বলা হয়, ২০১৪-১৫ অর্থ বছরে বাজারে কঠিন প্রতিযোগিতা সত্ত্বেও ৭ দশমিক ১২ কোটি টাকা মুনাফা হয়েছে। মোট বিক্রয় বেড়ে দাঁড়িয়েছে ২১০ কোটিতে। রফতানি আয় দাঁড়িয়েছে ৩৪ দশমিক ৮ কোটি টাকায়।

সভায় গ্রুপের উপ-ব্যবস্থাপনা পরিচালক আহসান খান চৌধুরী কোম্পানি আইন মোতাবেক পর্ষদের সদস্য হিসেবে পুনরায় নির্বাচিত হন। এছাড়া ইলিয়াস মৃধা সাবেক ব্যবস্থাপনা পরিচালক প্রয়াত মেজর জেনারেল (অব.) আমজাদ খান চৌধুরীর স্থলে ব্যবস্থাপনা পরিচালক নির্বাচিত হন।

সভায় আমজাদ খান চৌধুরীর মৃত্যুতে শোক প্রস্তাব গৃহীত হয় এবং তার বিদেহী আত্মার শান্তি কামনা করা হয়।

কোম্পানির চেয়ারম্যান লে. কর্নেল (অব.) মাহতাবউদ্দিন আহমেদ সভা পরিচালনা করেন। এছাড়া ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. ইলিয়াস মৃধা, পরিচালক আহসান খান চৌধুরীসহ স্বতন্ত্র পরিচালক এম এ মান্নান, পরিচালক (অর্থ) উজমা চৌধুরী, প্রধান অর্থ কর্মকর্তা চৌধুরী আতিউর রসূল, পরিচালক (বিপণন) চৌধুরী কামরুজ্জামান ও কোম্পানি সচিব মোহাম্মদ আমিনুর রহমান এ সময় উপস্থিত ছিলেন।

সভায় সাধারণ শেয়ারধারীরাও কোম্পানির নানা আর্থিক সূচক নিয়ে মতামত তুলে ধরে সন্তুষ্টি প্রকাশ করেন।

এসএ/আরএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।