রাজনীতি প্রবেশ করায় বিতর্কিত হয়েছে সুফিবাদ: সাইফুজ্জামান শিখর

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৭:২৬ পিএম, ০৯ অক্টোবর ২০২১

সুফিবাদে রাজনীতি প্রবেশ করায় তা বিতর্কিত হয়েছে বলে মন্তব্য করেছেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর।

শনিবার (৯ অক্টোবর) বিকেলে জাতীয় প্রেস ক্লাবে জহুর হোসেন চৌধুরী হলে এক সেমিনারে তিনি এ মন্তব্য করেন।

সাইফুজ্জামান শিখর বলেন, সুফিবাদে যখনই রাজনীতি যুক্ত হয়েছে তখনই বিতর্কিত হয়েছে। ইসলামের শুরু থেকে এখন পর্যন্ত সেটাই দেখা গেছে।

এই সংসদ সদস্য আরও বলেন, হযরত শাহজালাল সাহেবের মাজারে বোমা মারা হয়েছে। এটি ঘটেছে রাজনীতির কারণেই। সুফিবাদে রাজনীতি প্রবেশ করার কারণে এমন আরও বেশকিছু ঘটনা ঘটেছে।

সেমিনারটি আয়োজন করে অধ্যাপক হাসান আবদুল কাইয়ূম (রহ.) ফাউন্ডেশন। ইসলামিক ফাউন্ডেশনের সাবেক পরিচালক অধ্যাপক হাসান আবদুল কাইয়ূমের (রহ.) জীবন ও কর্ম নিয়ে এই সেমিনার করা হয়।

আরিফ বিল্লাহ মিঠুর সভাপতিত্বে সেমিনারে আরও বক্তব্য রাখেন- মাগুরা-১ আসনের সাবেক সংসদ সদস্য ও বাংলাদেশ রেড ক্রিসেন্টের চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) এটিএম আব্দুল ওহাব, একুশে পদকপ্রাপ্ত সাংবাদিক ও ছড়াকার আবু সালেহসহ অনেকে।

আরএসএম/জেডএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।