আমাকে হেয় করার চেষ্টা করা হয়েছে : এইচ টি ইমাম


প্রকাশিত: ০৮:৩৪ এএম, ১৭ নভেম্বর ২০১৪

খণ্ডিত বক্তব্য বিকৃতভাবে উপস্থাপন করে হেয় করার চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমাম। সোমবার সকালে আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ দাবি করেন।

এইচ টি ইমাম বলেন, খণ্ডিত বক্তব্য বিকৃতভাবে উপস্থাপন করে আমাকে হেয় করার চেষ্টা করা হয়েছে। আমার ওই বক্তব্যের মূল বিষয় ছিলো প্রশিক্ষণ, জ্ঞানার্জন এবং শিক্ষা।

তিনি আরও বলেন, আমি ছাত্রদের প্রয়োজনে রাত জেগে পড়া-লেখার পরামর্শ দিয়েছি। বলেছি মেধার কোনো বিকল্প নেই। আমি বিশ্বাস করি মেধাবীরাই বিসিএসে সুযোগ পাবে। আমি বলেছি ভাইভা কিভাবে দিতে হয়, কি নিয়ম কানুন মেনে চলতে হয় সে বিষয়ে আমরা তোমাদের সহযোগিতা করবো। কারণ আমরাও ভাইভা দিয়েছি।

এইচ টি ইমামের দাবি করেন, বিএনপি-জামায়াতের মতো অভিপ্রায় থাকলে ছাত্রলীগ নেতা-কর্মীদের আমরা রাত জেগে পড়া-লেখার পরামর্শ দিতাম না।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।