সীমান্তে আটক বিএসএফ সদস্যকে হস্তান্তর
সুনামগঞ্জের দোয়ারাবাজার বাঁশতলা সীমান্তে অস্ত্রসহ আটক বিএসএফ সদস্য সুদীপ্তকে হস্তান্তর করা হয়েছে। রোববার বিকেলে পতাকা বৈঠকের মাধ্যমে তাকে বিএসএফ কর্মকর্তাদের কাছে হস্তান্তর করা হয়।
বিজিবি ও এলাকাবাসী সূত্রে জানা যায়, দুপুর ১টার দিকে বাংলাদেশ-ভারত সীমানার আন্তর্জাতিক সীমান্ত পিলারের (১২৩২ নম্বর) কাছে দোয়ারাবাজার উপজেলার বাঁশতলা এলাকায় বাংলাদেশ ভূ-খণ্ডে অস্ত্রসহ চলে আসেন সুদীপ্ত। এ সময় স্থানীয় বাসতলা এলাকার লোকজন তাকে আটক করে বাংলাদেশের ঢুকার কারণ জানতে চান। এ সময় এলাকাবাসীর সঙ্গে বিএসএফ সদস্যের কথা কাটাকাটি হয়।
এক পর্যায়ে খবর পেয়ে স্থানীয়দের সহায়তায় বিজিবি সদস্যরা তাকে আটক করে ৮ বিজিবির বাঁশতলা বিওপিতে নিয়ে আসে।
সুনামগঞ্জ-৮ বিজিবির অধিনায়ক লে. কর্নেল গোলাম মহিউদ্দিন খন্দকার জানান, ভুল করে এক বিএসএফ বাংলাদেশ অভ্যন্তরে ঢুকে পড়েন। এ সময় এলাকাবাসীর সহায়তায় বিজিবি ওই বিএসএফ সদস্যকে আটক করে। পরে বিকেলে এক পতাকা বৈঠকের মাধ্যমে আটক বিএসএফ সদস্যকে ভারতের সীমান্ত বাহিনীর কর্মকর্তাদের কাছে হস্তান্তর করা হয়।
পতাকা বৈঠকে বিএসএফ ভুল করে বাংলাদেশ অভ্যন্তরে ঢুকে পড়ার কথা স্বীকার করে এমনটি আর হবে না মর্মে প্রতিশ্রুতি দিয়েছে।
ছামির মাহমুদ/এআরএ/আরআইপি