ভারতে ১৫ দিন স্কুল বন্ধ


প্রকাশিত: ১১:০৯ এএম, ১৯ ডিসেম্বর ২০১৫

ভারতে নয়াদিল্লীতে জোড় ও বিজোড় নম্বরের প্রাইভেট গাড়ি চলাচল প্রকল্প বাস্তবায়নে রাজধানীর স্কুলগুলো বন্ধ রাখার নির্দেশ দেয়া হয়েছে। আগামী বছরের ১ জানুয়ারি থেকে ১৫ জানুয়ারি পর্যন্ত রাজধানীতে এ প্রকল্প পরীক্ষামূলকভাবে বাস্তবায়ন করা হবে।

এ সময়ের মধ্যে সব সরকারি ও বেসরকারি স্কুল বন্ধ রাখার নির্দেশ দিয়েছে দেশটির শিক্ষা অধিদফতর। দিল্লীতে বিজোড় নম্বরের গাড়িগুলো ১ জানুয়ারি থেকে সোমবার, বুধবার ও শুক্রবার চলবে। এদিকে দিল্লী পরিবহন কর্পোরেশনের (ডিটিসি) চাহিদা অনুযায়ী স্কুল বাস সংগ্রহের সিদ্ধান্ত নিয়েছে।

সরকারি এক আদেশে বলা হয়েছে, বিজোড় ও জোড় নম্বরের গাড়ি চলাচল প্রকল্প পরীক্ষামূলকভাবে বাস্তবায়নের সময় সন্তানদের যাতে সমস্যা না হয় সেজন্য এ পদক্ষেপ নেয়া হয়েছে। গণপরিবহণ বাড়াতে সরকার ১ জানুয়ারি থেকে ১৫ জানুয়ারি পর্যন্ত সব স্কুল বন্ধ রাখা এবং নির্ধারিত হারে ডিটিসির চাহিদা অনুযায়ী স্কুল বাস ব্যবহারের সিদ্ধান্ত নিয়েছে।

এসআইএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।