জনজীবনের নিরাপত্তার দাবিতে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান


প্রকাশিত: ১১:০৮ এএম, ১৯ ডিসেম্বর ২০১৫

ভোটাধিকারসহ গণতান্ত্রিক অধিকার রক্ষা ও জনজীবনের নিরাপত্তা বিধানের দাবিতে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছে গণতান্ত্রিক বাম মোর্চা। শনিবার বিকেলে জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এক সমাবেশে থেকে এ আহ্বান জানানো হয়। সেই সঙ্গে সুন্দরবন ধ্বংসকারী রামপাল বিদ্যুৎ প্রকল্প বন্ধের দাবিও জানান তারা।

সমাবেশে বক্তারা বলেন, ৭১ এর যুদ্ধাপরাধীদের বিচার ও শাস্তি জনগণের দাবি। কিন্তু একে অজুহাত করে জনজীবনের সংকট আড়াল করা যাবে না। পাশাপাশি গণহত্যার দায়ে অস্বীকার করে পাকিস্তান সরকারের অসত্য বক্তব্যের জন্য ক্ষমা চাইতে বাধ্য করতে হবে।

বক্তারা আরো বলেন, রামপাল বিদ্যুৎ প্রকল্প বাতিল, ভোটাধিকারসহ জনগণের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা, সাম্প্রদায়িকতা ও জঙ্গীবাদ মৌলবাদমুক্ত বাংলাদেশ গড়ে তোলার জন্য বাম-প্রগতিশীল শক্তির নেতৃত্বে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলার আহ্বান জানাচ্ছি।

মোশরেফা মিশুর সভাপতিত্বে সমাবেশে আরো উপস্থিত ছিলেন অধ্যাপক আব্দুস সাত্তার, অ্যাডভোকেট আব্দুল মালেক প্রমুখ।

এএস/এসকেডি/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।