বিএসএমএমইউ’র জরুরি বিভাগের ভিত্তি প্রস্তর স্থাপন


প্রকাশিত: ০৮:১২ এএম, ১৯ ডিসেম্বর ২০১৫

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ)’র জরুরি বিভাগের ভিত্তি প্রস্তর স্থাপিত হয়েছে। শনিবার ভিত্তি প্রস্তুর স্থাপন করেন বিএসএমএমইউ ভিসি অধ্যাপক ডা. কামরুল হাসান খান। রোগীদের সুবিধার্থে কেবিন ব্লকের নীচ তলায় নির্মিত হচ্ছে এ জরুরি বিভাগ।

একই দিন ভিসি শিক্ষার সুষ্ঠু, সুন্দর ও উন্নত পরিবেশ নিশ্চিত করার স্বার্থে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক মিলনায়তন (টিএসসি)’র ভিত্তি প্রস্তরও স্থাপন করেন।

এছাড়া কেবিন ব্লকে রোগীদের ব্যবহারের জন্য ভিসি পরিচালক (হাসপাতাল) ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মো. আব্দুল মজিদ ভূঁইয়ার কাছে বেডসাইড লকার, হুইল চেয়ার, ট্রলি, স্টিল কেবিনেট, মেডিসিন ট্রলি, স্টিল আলমারি ইত্যাদি হস্তান্তর করেন।

এ সময় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ডা. কামরুল হাসান খানসহ বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস-চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ডা. মো. রুহুল আমিন মিয়া, প্রো-ভাইস-চ্যান্সেলর (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মো. শহীদুল্লাহ সিকদার, প্রো-ভাইস-চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ, কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. মো. আলী আসগর মোড়ল, রেজিস্ট্রার অধ্যাপক ডা. মো. আসাদুল ইসলাম, প্রক্টর অধ্যাপক ডা. মো. হাবিবুর রহমান দুলাল, পরিচালক (হাসপাতাল) ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মো. আব্দুল মজিদ ভূঁইয়া, পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) অধ্যাপক ডা. আবু নাসার রিজভী, প্রধান প্রকৌশলী জনাব শ্রীকান্ত রায় প্রমুখ উপস্থিত ছিলেন।

এমইউ/আরএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।