৪ ঘণ্টা পর পাটুরিয়া-দৌলতদিয়া ঘাটে ফেরি চলাচল শুরু
ঘন কুয়াশার কারণে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে শনিবার ভোর পাঁচটা থেকে ফেরি, লঞ্চসহ সকল প্রকার নৌযান চলাচল বন্ধ ছিল। চার ঘণ্টা বন্ধ থাকার পর সকাল ৯টার দিকে ফেরি চলাচল স্বাভাবিক হয়।
বিআইডাব্লিউটিসির পাটুরিয়া ঘাট ব্যবস্থাপক সালাউদ্দিন আহম্মেদ জাগো নিউজকে জানান, মধ্যরাতের পর থেকে নদীতে কুয়াশা বাড়তে থাকে। তাই ভোরের দিকে ফেরি চলাচল বন্ধ রাখতে হয়। দিনের আলো ফুটতে শুরু করলে আস্তে আস্তে ফেরি চলাচলও স্বাভাবিক হয়। সকাল ৯টার দিকে আবার ফেরি চলাচল স্বাভাবিক হয়।
ফেরি চলাচল বন্ধ থাকায় পাটুরিয়া-দৌলতদিয়া উভয় ঘাটে যাত্রীবাহী কোচ, পণ্যবাহী ট্রাকসহ প্রায় ৫ শতাধিক যানবাহন পারাপারের অপেক্ষায় আটকা পড়েছিল।
বি.এম খোরশেদ/এমজেড/এমএস