কক্সবাজারে এরশাদ


প্রকাশিত: ০৩:৫২ পিএম, ১৮ ডিসেম্বর ২০১৫

চার দিনের সফরে কক্সবাজার গেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রীর বিশেষ দূত হুসেইন মুহম্মদ এরশাদ। শুক্রবার বিকাল সাড়ে ৩টার দিকে বিমানযোগে তিনি কক্সবাজার পৌঁছান।

জাতীয় পার্টির নেতাকর্মীরা তাকে অভ্যর্থনা জানান। এ সময় জেলা জাতীয় পার্টির আহ্বায়ক হাজি মো. ইলিয়াছ এমপি, সদস্য সচিব অ্যাডভোকেট মোহাম্মদ তারেক, সাবেক সভাপতি কবির আহমদ সওদাগর, মফিজুর রহমান, শহর জাতীয় পার্টির সভাপতি কামাল উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।

পরে তিনি গাড়িবহরসহ উখিয়ার ইনানীস্থ হোটেল রয়েল টিউলিফ সি-পার্লে ওঠেন। সেখানে রাত যাপনের পর শনিবার দুপুরে ইউনিয়ন ব্যাংকের এক সভায় এবং রোববার কক্সবাজার সাংস্কৃতিক কেন্দ্রে অনুষ্টিতব্য জেলা জাপার সম্মেলন ও কাউন্সিলে প্রধান অতিথি থাকবেন তিনি।

সোমবার বিকেল ৪টায় ঢাকার উদ্দেশ্যে তার কক্সবাজার ত্যাগ করার কথা রয়েছে বলে জানিয়েছেন জেলা জাপার সদস্য সচিব অ্যাডভোকেট মুহাম্মদ তারেক।

সায়ীদ আলমগীর/এসএইচএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।