হাজত থেকে আসামি পালানোর ঘটনায় মামলা


প্রকাশিত: ১২:২৪ পিএম, ১৮ ডিসেম্বর ২০১৫
প্রতীকী ছবি

নারায়ণগঞ্জ কোর্ট হাজতখানা থেকে মামুন নামের এক মাদক মামলার আসামি পালানোর ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। শুক্রবার বিকেলে কোর্ট পুলিশের টিএসআই জহুরুল ইসলাম বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় দণ্ডবিধি-২২৪ ধারায় এ মামলা দায়ের করেন।

পলাতক মামুন শহরের ২নং বাবুরাইল এলাকার সাহাবুদ্দিনের ছেলে। বৃহস্পতিবার বিকেলে হাজত থেকে আসামি পালিয়ে গেলেও বিষয়টি ধামাচাপা দেয়ার চেষ্টা করা হয়। রাত পর্যন্ত বিষয়টি পুলিশ অস্বীকার করলেও শুক্রবার সকাল পর্যন্ত আসামি খুঁজে না পেয়ে মামলাটি দায়ের করে।
 
কোর্ট পুলিশের এক কর্মকর্তা জানান, সম্প্রতি সদর মডেল থানা পুলিশ মাদকসহ মামুনকে গ্রেফতার করে। এরপর ওই থানা থেকে মাদক মামলায় তাকে আদালতে পাঠানো হয়। একই দিন আদালত তাকে জেলহাজতে পাঠায়। বৃহস্পতিবার ওই মাদক মামলার ধার্যদিন থাকায় নারায়ণগঞ্জ জেলা কারাগার থেকে তাকে কোর্টে আনা হয়েছিল। কোর্ট হাজত থেকে কৌশলে পালিয়ে যায় মামুন।

ফতুল্লা মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান জাগো নিউজকে জানান, কোর্ট হাজত থেকে পালিয়ে যাওয়ার ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। পলাতক মামুনকে গ্রেফতারে অভিযান চলছে।

শাহাদাত হোসেন/এআরএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।