মানুষ এখন আ.লীগ ও বিএনপিকে চায় না : এরশাদ


প্রকাশিত: ০২:৪২ পিএম, ১৬ নভেম্বর ২০১৪

মানুষ এখন আওয়ামী লীগ ও বিএনপিকে চায় না বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। রোববার দুপুরে মৌলভীবাজার যাবার পথে হবিগঞ্জের মাধবপুরে এক পথ সভায় তিনি এ কথা বলেন।

এরশাদ বলেন, দেশের মানুষ শান্তিতে নেই। গুম, খুন, অপহরন, চাদাবাজি, শিশুহত্যা বেড়েছে। মানুষ এখন আওয়ামী লীগ, বিএনপি দুই দলকে চায় না।

তিনি আরও বলেন, জাতীয় পার্টিকে সাংগঠনিক ভাবে শক্তিশালী করতে হবে। সুখে শান্তিতে থাকতে হলে আগামী নির্বাচনে জাতীয় পার্টিকে নির্বাচিত করতে হবে। ক্ষমতায় যাওয়ার জন্য নেতাকর্মীদের লক্ষ্য ঠিক করতে হবে।

জাতীয় পাটিকে সুসংগঠিত করে আগামী নির্বাচনের জন্য এখন থেকেই প্রস্তুতি নিতে নেতাকর্মীদের প্রতি আহবান জানিয়ে দলটির চেয়ারম্যান আরো বলেন, জাতীয় পার্টির আমলে উপজেলা প্রবর্তন করা হয়। জাতীয় পার্টির আমলে দেশের মানুষ স্বর্ণ যুগে ছিল।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।