শাবিতে অপেক্ষমাণ তালিকা থেকে ভর্তি


প্রকাশিত: ০৭:২০ এএম, ১৮ ডিসেম্বর ২০১৫

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ২০১৫-১৬ শিক্ষাবর্ষের সম্মান ১ম বর্ষ প্রথম সেমিস্টারের ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ অপেক্ষমাণ তালিকায় থাকা শিক্ষার্থীদের আগামী ২০ ও ২১ ডিসেম্বর সাক্ষাৎকার ছাড়াই ভর্তি করানো হবে। ভর্তি কমিটির সভাপতি অধ্যাপক ড. নারায়ণ সাহা জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, ২০ ডিসেম্বর সকাল ৯টায় ‘বি’ ইউনিটের ‘গ্রুপ-১ এর অপেক্ষমাণ তালিকায় থাকা ১-৪শ`, ‘গ্রুপ-২’ এর ১-২শ` ৫০, ‘গ্রুপ-৩’ এর ১-২০ পর্যন্ত শিক্ষার্থীদের ভর্তি করানো হবে।  

একই দিন দুপুর ২টায় ‘বি’ ইউনিটের অধীনে বিভিন্ন কোটায় উত্তীর্ণ অপেক্ষমাণ তালিকায় থাকা শিক্ষার্থীদেরও ভর্তি করানো হবে। কোটায় ‘বি’ ইউনিটের গ্রুপ-১ এর ক্ষেত্রে মুক্তিযুদ্ধ কোটায় ১-১০ পর্যন্ত, ক্ষুদ্র নৃ-গোষ্ঠী কোটায় ১-৬ পর্যন্ত, প্রতিবন্ধী কোটায় ১-২ পর্যন্ত, পোষ্য কোটায় ১ জন শিক্ষার্থী ভর্তি করানো হবে। গ্রুপ-২ এর ক্ষেত্রে মুক্তিযুদ্ধ কোটায় ১-৩, ক্ষুদ্র নৃ-গোষ্ঠী কোটায় ১-৩, প্রতিবন্ধী কোটায় ১-২, পোষ্য কোটায় ১ জন শিক্ষার্থী ভর্তি করানো হবে। গ্রুপ-৩ এর ক্ষেত্রে মুক্তিযুদ্ধ কোটায় ১, ক্ষুদ্র নৃ-গোষ্ঠী কোটায় ১, পোষ্য কোটায় ১ জন শিক্ষার্থী ভর্তি করানো হবে।

২১ ডিসেম্বর সকাল ৯টায় ‘এ’ ইউনিটের অধীনে বিভিন্ন বিভাগে অপেক্ষমাণ তালিকায় থাকা শিক্ষার্থীদের ভর্তি করানো হবে। এর মধ্যে বিজ্ঞান বিভাগে ১-১শ` ৪০ পর্যন্ত, মানবিক বিভাগে ১-৬০ পর্যন্ত এবং বাণিজ্য বিভাগে ১-১৫ পর্যন্ত শিক্ষার্থী ভর্তি করানো হবে।

একই দিন বেলা ১১টায় ‘বি’ ইউনিটের অধীনে বিভিন্ন কোটায় উত্তীর্ণ অপেক্ষমাণ তালিকায় থাকা শিক্ষার্থীদেরও ভর্তি করানো হবে। বিজ্ঞানে মুক্তিযুদ্ধ কোটায় ১-৩, ক্ষুদ্র নৃ-গোষ্ঠী কোটায় ১, প্রতিবন্ধী কোটায় ১, পোষ্য কোটায় ১-৩ পর্যন্ত শিক্ষার্থী ভর্তি করানো হবে। মানবিক বিভাগে মুক্তিযুদ্ধ কোটায় ১, ক্ষুদ্র নৃ-গোষ্ঠী কোটায় ১জন শিক্ষার্থী ভর্তি করানো হবে। বাণিজ্য বিভাগে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী কোটায় ১ জন শিক্ষার্থী ভর্তি করানো হবে।

ভর্তি কমিটির সদস্য সচিব অধ্যাপক ড. মুশতাক আহমেদ জানান, ভর্তির সময় শিক্ষার্থীদের সদ্য তোলা চার কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি, এস.এস.সি. বা সমমান ও এইচ.এস.সি. বা সমমান পরীক্ষার মূল মার্কশিট (যা ভর্তির সময় জমা রাখা হবে), প্রশংসাপত্র এবং ভর্তির জন্য প্রদেয় ৬৮৫০ টাকা নিয়ে আসতে হবে। কোটায় ভর্তি হতে ইচ্ছুক মেধা তালিকায় উত্তীর্ণ ছাত্র-ছাত্রীদেরকে ভর্তির যোগ্যতা প্রমাণের জন্য যথাযথ সনদপত্রের মূল কপি সঙ্গে আনতে হবে। প্রার্থীদের প্রতিটি সনদপত্র ও মার্কশিটের ২টি ফটোকপি অবশ্যই সঙ্গে আনতে হবে বলে তিনি উল্লেখ করেন।
 
এছাড়াও ভর্তি সংক্রান্ত যেকোন তথ্যে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ওয়েবসাইট www.sust.edu/admission এ গিয়ে পাওয়া যাবে। তাছাড়া ০১৫৫৫৫৫৫০০১-৪ হটলাইনে যোগাযোগ করা যাবে।

আব্দুল্লাহ আল মনসুর/এমজেড/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।