শাবির কর্মকর্তা সমিতির নির্বাচন ২৮ ডিসেম্বর


প্রকাশিত: ০৪:৩৯ এএম, ১৮ ডিসেম্বর ২০১৫

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তাদের সংগঠন `কর্মকর্তা সমিতি`র নির্বাচন আগামী ২৮ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। ওই দিন সকাল ১০টা থেকে বিকাল ৩টা পর্যন্ত বিশ্ববিদ্যালয় ক্লাব ভবনে ভোটগ্রহণ চলবে।

নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করছেন অতিরিক্ত পরীক্ষা নিয়ন্ত্রক মো. মাহবুব হোসেন। নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করছেন মো. আবু ইউসুফ (সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক) এবং রাজীব সী (প্রশাসনিক কর্মকর্তা)।
 
নির্বাচন কমিশন সূত্র জানায়, কর্মকর্তা সমিতি নির্বাচন-২০১৫ তে আওয়ামী-বাম সমর্থিত মুজিব-তাজিম প্যানেল ও  বিএনপি-জামায়াত সমর্থিত জয়নাল-মুর্শেদ প্যানেল এবারে নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতা করছে। দুই প্যানেলে ১১টি পদের বিপরীতে মোট ২২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করছেন । এবার মোট ভোটার সংখ্যা হচ্ছে ২০২ জন।
 
আওয়ামী-বাম সমর্থিত মুজিব-তাজিম প্যানেলের প্রার্থীরা হচ্ছেন সভাপতি পদে মো. মুজিবুর রহমান (পরীক্ষা নিয়ন্ত্রক), সহসভাপতি পদে এ.কে.এম ফেরদৌস (অতিরক্তি পরিচালক,পরিকল্পনা ও উন্নয়ন দফতর), সাধারণ সম্পাদক পদে মো. তাজিম উদ্দিন (সহকারী মহাবিদ্যালয় পরিদর্শক), সহ-সাধারণ সম্পাদক পদে মো. রবিউল ইসলাম (সহকারী প্রশাসনিক কর্মকর্তা), কোষাধ্যক্ষ পদে শাহীন আহম্মেদ চৌধুরী (সহকারী রেজিস্ট্রার)। এছাড়া ছয়টি সদস্য পদে রয়েছেন আ.ন.ম জয়নাল আবেদীন (হিসাব পরিচালক), সৈয়দ হাবিবুর রহমান (প্রধান প্রকৌশলী), মো. মঈনুল ইসলাম চৌধুরী (ইন্সট্রুমেন্ট ইঞ্জিনিয়ার), মো. ফেরদৌস রহমান (সিনিয়র টেকনিক্যাল অফিসার), মো. ফখর উদ্দিন (সহকারী পরিচালক,অর্থ ও হিসাব দপ্তর) এবং নূরজাহান ফাতেমা (সহকারী প্রশাসনিক কর্মকর্তা)।
 
অপরদিকে, বিএনপি-জামায়াত সমর্থিত জয়নাল-মুর্শেদ প্যানেলের প্রার্থীরা হলেন, সভাপতি পদে মো. জয়নাল ইসলাম চৌধুরী (তত্ত্বাবধায়ক প্রকৌশলী), সহসভাপতি পদে আহমদ মাহবুব ফেরদৌসী (উপ-রেজিস্ট্রার), সাধারণ সম্পাদক পদে মো. মুর্শেদ আহমদ (উপ পরিচালক,অর্থ ও হিসাব দফতর), সহ-সাধারণ সম্পাদক পদে মো. নাজমুল হক (সহকারী রেজিস্ট্রার),কোষাধ্যক্ষ পদে বাবুল হোসেন (সিনিয়র টেকনিক্যাল অফিসার)। এছাড়া ছয়টি সদস্য পদে রয়েছেন মো. নঈমুল হক চৌধুরী (অতিরিক্ত হিসাব পরিচালক), সৈয়দ ছলিম মো. আব্দুল কাদির (অতিরিক্ত রেজিস্ট্রার), মো.ইউনুস আলী (উপ-রেজিস্ট্রার), মো. মতিউর রহমান খান (সহকারী গ্রন্থাগারিক), মখলিছুর রহমান (সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক), আবুল বাশার মো. এনায়েত হোসেন (স্টোর অফিসার)।

নির্বাচন কমিশনার রাজীব সী জাগো নিউজকে জানান, কর্মকর্তা সমিতির নির্বাচনে কমিশনের প্রস্তুতি গ্রহণ চলছে। আশা করি দ্রুতই প্রস্তুতি শেষ হবে।

আব্দুল্লাহ আল মনসুর/এমজেড/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।