গোলাম পরওয়ারসহ সব জামায়াত নেতার মুক্তি চাইলেন অলি আহমদ

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৩:৫৫ পিএম, ০৮ সেপ্টেম্বর ২০২১
ফাইল ছবি

জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল গোলাম পরওয়ারসহ গ্রেফতার সব নেতার মুক্তির দাবি জানিয়েছেন লিবারেল ডেমোক্রেটিক পার্টি-এলডিপির প্রেসিডেন্ট ও ২০ দলীয় জোটের নেতা ড. কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রম।

বুধবার (৮ সেপ্টেম্বর) এক বিবৃতিতে তিনি এ দাবি জানান।

অলি আহমদ বলেন, ‘সরকার অন্যায়ভাবে প্রতিশোধ পরায়ন হয়ে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ারসহ অন্যান্য প্রবীণ নেতাদের গ্রেফতার করেছে, যা আইনবহির্ভূত কাজ। তারা শান্তিপূর্ণভাবে ঘরে বসে তাদের দলের কর্মকাণ্ড নিয়ে আলোচনা করছিল। এতে দোষের কিছু নেই।’

তিনি বলেন, ‘বাংলাদেশে প্রতিটি দলের রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করার সাংবিধানিক অধিকার রয়েছে। বর্তমানে বাংলাদেশে একদলীয় স্বৈরশাসন কায়েম হয়েছে। এটা অত্যন্ত দুঃখজনক। সব ধরনের অন্যায়-অবিচারের পরিণতি কখনো ভালো হয় না।’

এলডিপি প্রেসিডেন্ট বলেন, ‘আশা করি, সরকার এ সত্যটি উপলব্ধি করে অনতিবিলম্বে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ারসহ আটক সব নেতাকে মুক্তি দিবেন।’

কেএইচ/এএএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।