নির্বাচনী প্রচারে বাধা দেওয়া হচ্ছে


প্রকাশিত: ০৭:৫৬ এএম, ১৭ ডিসেম্বর ২০১৫

বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করে বলেছেন, বিভিন্ন পৌরসভায় নির্বাচনী প্রচারে বিএনপির প্রার্থী ও নেতা-কর্মীদের বাধা দেওয়া হচ্ছে। কিন্তু কমিশনের পক্ষ থেকে কোন ব্যবস্থা নেয়া হচ্ছে না। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব অভিযোগ করেন।   

রিজভী বলেন, নির্বাচন কমিশনের নিরপেক্ষতা এখন শূন্যের কোটায়। নির্বাচন কমিশন একরকম বিনা পয়সায় নির্বাচনী পরিবেশ শাসক দলের কাছে বিক্রি করে দিয়েছে। তিনি বলেন, আজও বিভিন্ন পৌর এলাকায় বিজয় র্যালীতে মন্ত্রী, হুইপ এবং এমপিরা তাদের দলীয় প্রার্থীদের নিয়ে প্রচারণা চালিয়েছে। যা নির্বাচনী আচরণবিধির চূড়ান্ত লংঘন।

তিনি বলেন, বিএনপি মনোনীত আখাউড়া পৌর মেয়র মেয়র প্রার্থী হাজী মোতালেরের সমর্থক ও ভোটারদের যৌথবাহিনীর সহযোগিতায় ক্ষতাসীনরা হুমকি দিচ্ছে। রাজশাহীর তাহেরপুরের মেয়র প্রার্থী শামসুর রহমান মিন্টুকে প্রতারণা বাধা দেয়া হচ্ছে। স্থানীয় প্রশাসনের সহায়তায় ভোটারদের বাড়িতে গিয়ে মিন্টুকে ভোট না দিতে হুমিক দেয়া হচ্ছে।

বিএনপির এই নেতা বলেন, নারায়ণগঞ্জের তারবোতে ধানের শীষের প্রার্থী নাসির উদ্দিনকে প্রচারণা চালাতে দেয়া হচ্ছে না। কারণে, সেখানে স্থানীয় এমপি`র স্ত্রী আওয়ামী লীগের প্রার্থী হিসেবে নৌকা প্রতীকে নির্বাচন করছেন। বরগুনা সদর এবং বেতাগী পৌরসভাসহ অনেক পৌরসভায় এ ধরনের ঘটনা ঘটছে।   

জেডএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।