ঢাবি মাতালেন জেমস


প্রকাশিত: ০৬:৩৮ এএম, ১৭ ডিসেম্বর ২০১৫

মহান বিজয় দিবসে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ‘বিজয় কনসার্ট’ মাতালেন উপমহদেশের অন্যতম সেরা রকস্টার ও ব্যান্ডদল নগর বাউলের কর্ণধার মাহফুজ আনাম জেমস।

বিকাল সাড়ে ৪টায় জেমস মঞ্চে ওঠেন। পরিবেশনা শুরু করেন ‘লেইসফিতা’ গানটি দিয়ে। তারপর একে একে তিনি গেয়ে শোনান ‘গুরু ঘর বানাইলা কী দিয়া’, ‘মীরাবাঈ’, ‘পাগলা হাওয়া’ ও ‘মা’ গানগুলো। এভাবেই টানা ঘণ্টা দেড়েক গান করেন তিনি।

james-du 

জেমস মঞ্চে ওঠার আগে নাচে-গানে মঞ্চ মাতান জনপ্রিয় পপসংগীত তারকা মিলা ও ঢাবির ব্যান্ড দল অর্জন। মিলা গেয়ে শোনান ‘বাবু রাম সাপুড়ে’, ‘ডিস্কো বান্দর’, ‘রূপবানে নাচে কোমর দোলাইয়া’, ‘দোলা দে’সহ কয়েকটি জনপ্রিয় গান।

james-du

১৬ ডিসেম্বর বুধবার ঢাবির মল চত্ত্বরে এ কনসার্টের আয়োজন করে বাংলাদেশ ছাত্রলীগ ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা। পুরো আয়োজনটি সরাসরি সম্প্রচার করে বেসরকারি টেলিভিশন চ্যানেল আরটিভি।

এনই/এসইউ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।