সাভারে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ২


প্রকাশিত: ০৬:৩৩ এএম, ১৭ ডিসেম্বর ২০১৫

সাভারের যাত্রীবাহী বাস ও বালুভর্তি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরো অন্তত পাঁচজন। বৃহস্পতিবার সকালে সাভারের আনোয়ার জং আশুলিয়া সড়কের কলমা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত শহিদুল আশুলিয়ার আউকপাড়া আদর্শ গ্রামের বাসিন্দা এবং ইবাদত মণ্ডল সাভারের একেএইচ গ্রুপের একজন গার্মেন্ট কর্মী।

প্রত্যক্ষদর্শীরা জানায়, সকালে উত্তরার আব্দুল্লাহপুর এলাকা থেকে যাত্রী নিয়ে আনন্দ সুপার পরিবহনের একটি বাস সাভারের উদ্দেশ্যে রওয়ানা হয়। পরে বাসটি কলমা এলাকায় পৌঁছালে সিএনবি থেকে আসা একটি বালুভর্তি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় ঘটনাস্থলেই দুইজন নিহত হন। এঘনটায় আহত হন অন্তত পাঁচ যাত্রী। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।

সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

আল মামুন/এসকেডি/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।