ময়মনসিংহে মুক্তিযুদ্ধের দেয়াল চিত্রায়ণ


প্রকাশিত: ০৪:৪৫ এএম, ১৭ ডিসেম্বর ২০১৫

মহান বিজয় দিবস ২০১৫ উদযাপন উপলক্ষে জেলা প্রশাসন ময়মনসিংহের আয়োজনে টাউন হল মোড় সংলগ্ন সড়ক ও মুমিনুন্নিসা সরকারি মহিলা কলেজের দেয়ালে ১৫ ডিসেম্বর ২০১৫ মঙ্গলবার বেলা ০৩.০০টা থেকে সন্ধ্যা ০৭.০০টা পর্যন্ত জয়নুল শিশু চারুপীঠের শিক্ষার্থীরা মহান মুক্তিযুদ্ধ অবলম্বনে দেয়াল চিত্রায়ণ ও সডক আল্পনাকরণ করেছে। ঢাক ঢোলের বাদ্যে ও আনন্দঘন পরিবেশে দেয়াল চিত্রায়ণ ও সডক আল্পনাকরণ অনুষ্ঠানের উদ্বোধন করেন ময়মনসিংহের জেলা প্রশাসক মুস্তাকীম বিল্লাহ ফারুকী।

জেলা প্রশাসক তার উদ্বোধনী ভাষণে শিশুদের উদ্দেশ্যে বলেন, তোমাদের মুক্তিযুদ্ধের সত্যিকারের ইতিহাস জানতে হবে এবং রং তুলির মাধ্যমে সেই ইতিহাস জাতির কাছে তুলে ধরতে হবে। তাহলেই আমরা বঙ্গবন্ধুর সোনার বাংলা নির্মাণ করতে পারব। মুক্তিযুদ্ধভিত্তিক এ চিত্রায়ণ কাজে চারুপীঠের শতাধিক ক্ষুদে শিল্পী অংশগ্রহণ করে।

অনুষ্ঠানস্থলে উপস্থিত ছিলেন শিল্পী মুহাম্মদ আব্দুর রউফ, শিল্পী বাদল চক্রবর্ত্তী, শিল্পী হাসান মাসুদ, শিল্পী কামরুজ্জামান স্বপন,শিল্পী হাবিবুর রহমান,শিল্পী নীল কমল রায়, শিল্পী সুমন এবং জেলা প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। সাধারণ দর্শকবৃন্দও এই ব্যতিক্রমধর্মী অনুষ্ঠান অত্যন্ত আগ্রহের সাথে উপভোগ করেন এবং শিশুদের এই সৃজনশীল কর্মের আন্তরিকভাবে প্রশংসা করেন।  

এইচআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।