খালেদার সঙ্গে জনগণ নেই : মায়া


প্রকাশিত: ১০:২৯ এএম, ১৬ নভেম্বর ২০১৪

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া এখন একা একা আন্দোলনে নামার কথা ভাবছেন বলে মন্তব্য করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া। রোববার দুপুরে চাঁদপুরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া এখন একা একা আন্দোলনে নামার কথা ভাবছেন। কারণ দলীয় নেতাকর্মী বা জনগণ তার সঙ্গে নেই। দলীয় নেতাকর্মীদের পাশে না পেয়ে খালেদা জিয়া একাই আন্দোলনের কথা ভাবছেন। একা আন্দোলন করে সরকার পতন সম্ভব নয়।
 
মন্ত্রী বলেন, ২০১৯ সালেই নির্বাচন হবে। নির্বাচন বা সরকার পতনের প্রশ্নই ওঠে না। এ নিয়ে দুশ্চিন্তার কোনো কারণ নেই।
 
সাংবাদিকদের সঙ্গে আলাপের আগে চাঁদপুরে নবনির্মিত ডায়াবেটিক হাসপাতালের কার্যক্রম পরিদর্শন ও চিকিৎসকের সঙ্গে মতবিনিময় করেন দুর্যোগ ও ত্রাণমন্ত্রী। এ সময় মন্ত্রীর সঙ্গে চাঁদপুরের জেলা প্রশাসক মো. ইসমাইল হোসেন, পুলিশ সুপার মো. আমির জাফর, চাঁদপুর ডায়াবেটিক হাসপাতালের সাধারণ সম্পাদক ডা. এম এ গফুরসহ স্থানীয় দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।