ট্রাকে চড়ে বিজয় র‌্যালির নেতৃত্ব দিলেন ফখরুল


প্রকাশিত: ১০:১৫ এএম, ১৬ ডিসেম্বর ২০১৫

ভারাক্রান্ত হ্নদয়ে বিজয় র‌্যালিতে অংশ নিয়েছে বিএনপি নেতাকর্মীরা। বুধবার বিকেল ৩টায় নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয় থেকে র‌্যালিটি শুরু হয়ে মালিবাগ গিয়ে শেষ হয়। দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম অালমগীর ট্রাকে চড়ে র‌্যালির নেতৃত্ব দেন।

ফখরুলের সঙ্গে ট্রাকে দলের সহ-দফতর সম্পাদক আসাদুল করিম শাহীন, যুবদলের কেন্দ্রীয় নেতা ফরহাদ হোসেন আযাদ, ছাত্রদল নেতা কামাল আনোয়ার আহমেদ, ভারপ্রাপ্ত মহাসচিবের ব্যাক্তিগত সহকারী ছাত্রদল নেতা ইউনুছ ও সাবেক এক মহিলা এমপিসহ তার ঘনিষ্ঠরা ফখরুলের সঙ্গে ছিলেন।

ট্রাকের উপর চেয়ারে বসে নেতাকর্মীদের উৎসাহ দেন মির্জা ফখরুল। র‌্যালি শুরুর আগে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, শ্বাসরুদ্ধকর পরিস্থিতির মধ্য দিয়ে এবারের বিজয় দিবস পালিত হচ্ছে। এবারের বিজয় দিবস একদিকে গর্বের অন্যদিকে বেদনার। ৪৪ বছরে মানুষের ভোটের অধিকার নিশ্চিত হয়নি।

Fokrul

তিনি বলেন, ভারাক্রান্ত হ্নদয়ে আমাদেরকে এবারের বিজয় দিবস পালন করতে হচ্ছে। র‌্যালির অগ্রভাগে রঙ্গিন পোশাকে নারী নেত্রীদের অবস্থান ছিল। দলের জ্যেষ্ঠ নেতাদের মধ্যে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ব্যারিস্টার শাজাহান ওমর, যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ, মো. শাহজাহান, সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, যুব বিষয়ক সম্পাদক সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল প্রমুখ উপস্থিত ছিলেন।

যেকোনো প্রকার অপ্রীতিকর ঘটনা এড়াতে র‌্যালির সামনে পেছনে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদেরা সতর্ক অবস্থানে নিয়েছিলেন।

এমএম/এসএইচএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।