‘ষড়যন্ত্রের নীলনকশা বাস্তবায়নে সরকার শিক্ষাপ্রতিষ্ঠান খুলছে না’
অবৈধ ক্ষমতা টিকিয়ে রাখার ষড়যন্ত্রের নীলনকশা বাস্তবায়নে সরকার শিক্ষাপ্রতিষ্ঠান খুলছে না বলে দাবি করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। শিগগির শিক্ষাপ্রতিষ্ঠান না খুললে কঠোর আন্দোলনের হুমকিও দেয় দলটি।
মঙ্গলবার (৩১ আগস্ট) জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করে দলটির পক্ষ থেকে এমন দাবি করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর ও চরমোনাই পীর সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম।
এ সময় দলটি শিক্ষাপ্রতিষ্ঠান খোলার দাবিতে আগামী ২ সেপ্টেম্বর সারাদেশে মানববন্ধনের ঘোষণা দেয়।
চরমোনাই পীর বলেন, সবকিছু খুলে দিয়ে শুধু শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার কোনো যৌক্তিকতা নেই। কিন্তু নানা অজুহাতে সেটা করা হচ্ছে। কারণ সরকার অবৈধ ক্ষমতায় টিকে থাকার ষড়যন্ত্র করছে। প্রধানমন্ত্রীকে কে বা কারা, কুচক্রী মহল দেশ ধ্বংস করার জন্য এমন পরামর্শ দিচ্ছে।
তিনি বলেন, করোনা যেখানে মহামারি আকারে ছিল সেসব দেশেও এখন শিক্ষাপ্রতিষ্ঠান খোলা। ভারতে অধিকাংশ খোলা, পাকিস্তানেও খোলা। দেশেও বিভিন্ন মহল শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দিতে বলেছে। তারা বলছে শিক্ষাপ্রতিষ্ঠান খুলতে কোনো বাঁধা নেই।
সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম বলেন, শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রেখে ভবিষ্যৎ প্রজন্মকে ধ্বংস করা হচ্ছে। অভিভাবকরা তাদের সন্তান নষ্ট হচ্ছে বলে চিন্তিত। সারাদিন গেমস, খারাপ চিত্র দেখছে শিক্ষার্থীরা।
তিনি বলেন, আমরা এতদিন ভালোভাবে সরকারকে বলেছি শিক্ষাপ্রতিষ্ঠান খুলতে। সেটা তারা শোনেননি। এখন আমরা আন্দোলনে নেমেছি। প্রয়োজনে শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য রক্ত দেবো। কিন্তু এসব প্রতিষ্ঠান খুলে ছাড়বো।
তিনি আরও বলেন, শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রেখে বিভিন্ন আইন করছেন ইসলামিক প্রতিষ্ঠানের বিরুদ্ধে। সেটা স্বাধীনভাবে ধর্মীয় রীতিনীতি পালন বন্ধে সরকারের পায়তারা। কিন্তু আপনি (প্রধানমন্ত্রী) জেনে রাখেন, এ দেশকে নাস্তিকতার দিকে ঠেলে দেওয়া যাবে না। আমরা আস্তিক। রক্ত দিয়ে এসব প্রতিরোধ করবো। এ দেশে নাস্তিক থাকবে না।
ইসলামী আন্দোলন বাংলাদেশ মহাসচিব মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ বলেন, করোনা শুধু শিক্ষাপ্রতিষ্ঠানে থাকে, অন্য কোথাও যায় না?
তিনি বলেন, ইতিহাসে দেখা যায়, এদেশে কোনো কোনো মহল চায় না এ দেশের মানুষ শিক্ষিত হোক। তাদের সঙ্গে সরকার একই সুরে কথা বলছে। তারা জাতিকে ধ্বংস করার পায়তারা করছে। এতদিন মর্ম ও সরল ভাষায় কথা বলেছি। তবে শিক্ষার্থীদের স্বার্থে এখন কঠোর হতে হচ্ছে।
প্রয়াত চরমোনাই পীর ফজলুল করিমের ছেলে সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানী বলেন, শেখ হাসিনা আপনিও জেনে রাখেন, এসব ষড়যন্ত্র করে ক্ষমতায় টিকে থাকতে পারবেন না। অনতিবিলম্বে এ গদি আপনাকে ত্যাগ করতে হবে। সেটা যদি না চান, আপনাকে বাধ্য করা হবে। নীলনকশা করে ক্ষমতা ধরে রাখতে পারবেন না।
তিনি আরও বলেন, আমরা মানববন্ধন করবো। প্রয়োজনে এরপর সচিবালয় ঘেরাও করবো। শিক্ষাভবন ঘেরাও করবো।
এনএইচ/এমআরআর/এমএইচআর/জেআইএম