তিন জেলায় স্বেচ্ছাসেবক দলের নতুন কমিটি
ফরিদপুর জেলার তিনটি, চাঁদপুর জেলার দুটি ও ময়মনসিংহ মহানগরের একটি ইউনিটে নতুন কমিটি অনুমোদন করেছে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল।
রোববার (২৯ আগস্ট) সংগঠনটির সহ-দপ্তর সম্পাদক আব্দুল্লাহ আল মামুন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সঙ্গে ফরিদপুর বিভাগীয় সাংগঠনিক টিম, কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক টিম, ময়মনসিংহ বিভাগীয় সাংগঠনিক টিম ও স্বেচ্ছাসেবক দল ফরিদপুর জেলা, চাঁদপুর জেলা ও ময়মনসিংহ মহানগর শাখার নেতাদের যৌথ সভায় ফরিদপুর জেলা শাখার অধীনে তিনটি, চাঁদপুর জেলা শাখার অধীনে দুটি, ময়মনসিংহ মহানগর শাখার অধীনে একটি থানা ও পৌর আহ্বায়ক কমিটি গঠনের সিদ্ধান্ত গৃহীত হয়।
স্বেচ্ছাসেবক দল ফরিদপুর জেলা শাখার আহ্বায়ক সৈয়দ জুলফিকার হোসেন জুয়েল ও সিনিয়র যুগ্ম-আহ্বায়ক অ্যাড. হাবিবুর রহমান হাফিজ, চাঁদপুর জেলা শাখার আহ্বায়ক হজরত আলী ঢালী ও সদস্য সচিব কাজী মোহাম্মদ ইব্রাহীম জুয়েল এবং স্বেচ্ছাসেবক দল ময়মনসিংহ মহানগর শাখার সভাপতি মো. আতাহার হোসেন তালুকদার রিপন ও সাধারণ সম্পাদক মো. আমিনুল ইসলাম ফয়সাল এসব কমিটি অনুমোদন করেন।
ফরিদপুরের তিন ইউনিটে নতুন কমিটি
১. নগরকান্দা উপজেলা: আহ্বায়ক- মো. মাহমুদুল হাসান মিরান, সদস্য সচিব- মো. খালিদ হোসেন। যুগ্মআহ্বায়ক-১. মো. জামাল হোসেন, ২. মো. মাজেদ মাতুব্বর, ৩. মো. সিরাজুল ইসলাম, ৪. মো. সামিম মুন্সী, ৫. হাফিজুর রহমান হাফিজ, ৬. মো. কামরুল মুন্সীসহ ৩১ সদস্যবিশিষ্ট কমিটি।
২. নগরকান্দা পৌর: আহ্বায়ক- মো. মামুন অর রশিদ, সদস্য সচিব- কামাল সরদার। যুগ্মআহ্বায়ক-১. মো. আশরাফুল ইসলাম, ২. আশরাফুল ইসলাম খোকন, ৩. এস এম জাহাঙ্গীর, ৪. মো. রফিকুল ইসলাম, ৫. মো. ফয়জুর রহমান, ৬. জাহিদ হোসেন, ৭. মো. রবিউল ইসলামসহ ৩১ সদস্যবিশিষ্ট কমিটি।
৩. সালথা উপজেলা: আহ্বায়ক- মো. হারুন মাতুব্বর, সদস্য সচিব- মো. মামুন চৌধুরী। যুগ্মআহ্বায়ক-১. মো. রিপন মিয়া, ২. মো. মাহফুজুর রহমান লিটন, ৩. মো. কামরুল ইসলাম, ৪. মো. ইসরাইল মাতুব্বর, ৫. মো. নান্নু মোল্যা, ৬. কাজী আবুল বাশার সাদ্দাম, ৭. মো. টুটুল মাতুব্বর, ৮. ইয়াছিন শেখসহ ৩১ সদস্যবিশিষ্ট কমিটি।
চাঁদপুরের দুই ইউনিটে নতুন কমিটি
১. ফরিদগঞ্জ উপজেলা: আহ্বায়ক- মো. আক্তার হোসেন, সদস্য সচিব- মো. ফারুক হোসেন। যুগ্মআহ্বায়ক-১. নাজমুল আলম জুয়েল, ২. মো. রাজু পাটওয়ারী, ৩. মো. নাজিম উদ্দিন সুমন, ৪. মো. হাবীবুর রহমান, ৫. মো. আব্দুল হাই, ৬. মো. মালেক পাটওয়ারী, ৭. মো. আহসান হাবীব, ৮. মো. জাকির শেখ, ৯. মো. হারুন খানসহ ৩১ সদস্যবিশিষ্ট কমিটি।
২. ফরিদগঞ্জ পৌর: আহ্বায়ক- মো. আরিফ রহমান (আরিফ পাটওয়ারী), সদস্য সচিব- মো. সবুর পাটওয়ারী (রুবেল)। যুগ্মআহবায়ক-১. এমরান হোসেন স্বপন, ২. মো. জাহাঙ্গীর আলম, ৩. শরিফ হোসেন, ৪. মো. সুমন হোসেন, ৫. মো. আবু তাহের মিজি, ৬. সেলিম ভূঁইয়া, ৭. মো. মহসিন, ৮. জিয়া উদ্দিন জিয়া, ৯. মো. মফিজুল ইসলামসহ ৩১ সদস্যবিশিষ্ট কমিটি।
ময়মনসিংহ মহানগরের অনুমোদিত কমিটি
মহানগর পূর্ব থানা: আহ্বায়ক- মো. সাইফুল ইসলাম জুয়েল, সদস্য সচিব- মো. মোমাজ্জাদ হোসেন মোমা। যুগ্মআহ্বায়ক-১. আবু বক্কর ছিদ্দিক লিটন, ২. মো. নাজমুল ইসলাম, ৩. মো. জহিরুল ইসলাম শামীম, ৪. মো. তৌফিক আহমেদ শাহিন, ৫. মো. হিরা, ৬. মো. আল-আমিন, ৭. মো. আসাদুল হক আসাদ, ৮. মো. আমিন, ৯. মো. কামাল উদ্দিন কামালসহ ৩১ সদস্যবিশিষ্ট কমিটি।
ঘোষিত কমিটিগুলোকে আগামী তিন মাসের মধ্যে অধীনস্থ সব ইউনিয়নের কমিটি করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে সংবাদ বিজ্ঞপ্তিতে।
কেএইচ/এআরএ/জেআইএম