মেরিনের ইন্সট্রাক্টর পদে লিখিত পরীক্ষা ২৯ ডিসেম্বর
বাংলাদেশ ইনিস্টিটিউট অব মেরিন টেকনোলজির ইন্সট্রাক্টর পদে নিয়োগের জন্য লিখিত পরীক্ষা আগামী ২৯ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। মঙ্গলবার এ পরীক্ষার সময়সূচি ঘোষণা করেছে বাংলাদেশ সরকারি কর্মকমিশন (পিএসসি)।
পিএসসি সূত্রে জানা গেছে, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীন জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর অধীনস্থ বাংলাদেশ ইনিস্টিটিউট অব মেরিন টেকনোলজির ইন্সট্রাক্টর (মেরিন টেকনোলজি, মেকানিক্যাল, মেরিন, ইলেকট্রিক্যাল) পদে নিয়োগের জন্য বাছাইকৃতদের লিখিত পরীক্ষা ২৯ ডিসেম্বর অনুষ্ঠিত হবে।
ওই দিন সকাল সাড়ে দশটা থেকে দুপুর দেড়টা পর্যন্ত পিএসসিতে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। এতে বাংলা ৫০ নম্বর, ইংরেজি ৫০ নম্বর, সাধারণ জ্ঞান ৪০ নম্বর ও সংশ্লিষ্ট টেকনিক্যাল বিষয়ে ৬০ নম্বর মোট দুই শত নম্বরের পরীক্ষা নেয়া হবে।
প্রসঙ্গত, উল্লেখিত নন ক্যাডার পদে নিয়োগের জন্য গত ২৩ মার্চ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিল।
এনএম/এসএইচএস/আরআইপি