শহীদ ডা. ফজলে রাব্বির মৃত্যুবার্ষিকী আজ


প্রকাশিত: ০৩:৪১ এএম, ১৫ ডিসেম্বর ২০১৫

শহীদ ডা. ফজলে রাব্বির ৪৪তম মৃত্যুবার্ষিকী আজ (১৫ ডিসেম্বর)। একাত্তরে ১৫ ডিসেম্বর বিকেলে পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের দোসর আল-বদররা ডা. রাব্বিকে তার সিদ্ধেশ্বরীর বাসা থেকে ধরে নিয়ে যায় এবং ওই রাতেই তাকে হত্যা করে। পরে ১৮ ডিসেম্বর রায়ের বাজার বধ্যভূমি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
 
বিশিষ্ট হৃদরোগ বিশেষজ্ঞ ডা. ফজলে রাব্বি ঢাকা মেডিকেল কলেজের মেডিসিন ও কার্ডিওলজি বিভাগের অধ্যাপক ছিলেন।

প্রথিতযশা এই প্রগতিশীল চিকিৎসকের মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজ মঙ্গলবার পরিবারের পক্ষ থেকে তার সমাধিতে পুষ্পস্তবক অর্পণ ও গরীবদের মাঝে খাবার বিতরণ করা হবে।

একে/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।